লন্ডন পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, কথিত স্ত্রীসহ যুবক কারাগারে
লন্ডন পাঠানোর নামে একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় কথিত স্ত্রীসহ এক যুবক এখন কারাগারে।
তারা হলেন- ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মেরাজনগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।
যশোরের কোতোয়ালি থানার সেক্টর ৭-এর ৬নং বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।