আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
‘শান্তি চুক্তি’ ভেঙে আবার ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
একমাস আগে মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন দুই কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুইটির শিক্ষার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলা হয়। এর জের ধরেই সংঘর্ষ শুরু হয়।
20 ঘন্টা আগে
ডিআরইউ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো
ডিআরইউ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো
2025-11-12
সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।
মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম
মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম
2025-11-08
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শনিবার (০৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে সারজিস আলম লিখেছেন, আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় আমি গতকাল (০৬ নভেম্বর) মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এনসিপি নেতা আরও জানান, সফরের অংশ হিসেবে প্রথম ৩ দিন তিনি সৌদি আরবে এবং পরবর্তী ৩ দিন মিশরে অবস্থান করবেন। এই সময় দুই দেশের প্রবাসী বাংলাদেশি, অভ্যুত্থানের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।