আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমছে
শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমান পরীক্ষার ফি নিয়ে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও সমস্যা জানানো হচ্ছিল, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। 
4 ঘন্টা আগে
ছাত্রদল নেতা হত্যা: দুই দিনের শোক, জবি দিবসের কর্মসূচি স্থগিত
ছাত্রদল নেতা হত্যা: দুই দিনের শোক, জবি দিবসের কর্মসূচি স্থগিত
2025-10-20
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে আগামী ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জোবায়েদের স্মরণে দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালন করা হবে। এই সময় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে ক্লাস চলবে। শোকের দুই দিনের প্রথম দিন শোক সভা এবং দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়জুড়ে শোক র‌্যালি করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা স্থগিত থাকবে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে বসবো, প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটাই দাবি—হত্যাকাণ্ডের বিচার। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেব।’
সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক মিঠু গ্রেফতার
সাভারে বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ধর্ষক মিঠু গ্রেফতার
2025-10-19
সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী (২৫) ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ অক্টোবর) ভোররাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু বিশ্বাস (৪৪) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন। এর পূর্বে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ ৩ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।  মামলার অন্য আসামিরা হলেন- সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)। 
বরগুণায় ভাবিকে হত্যার দায়ে সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা
বরগুণায় ভাবিকে হত্যার দায়ে সাজা খেটে ফিরেই ভাতিজিকে হত্যা
2025-10-15
বরগুণা জেলার তালতলী উপজেলায় আপন চাচার হাতে নৃশংসভাবে খুন হয়েছে নাহিল আক্তার তান্নু (৬) নামে এক শিশুকন্যা। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ঈদুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিশু তান্নু স্থানীয় দুলাল খানের মেয়ে, সে লাউপাড়া আইডিয়াল কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চাচা হাবিব খান ওরফে হাবিল (২৭) গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শিশুটিকে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তান্নুকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশাল যাওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।