আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল বরিশালে
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ভাঙচুরের পর থেকে বন্ধ রাখা হয় এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ২৩টি রুটের যাত্রী পরিবহণ। বাস মালিকরা বলছেন, রাস্তায় নামানোর মতো একটি বাসও অক্ষত না থাকায় বাস চালাতে পারছেন না তারা। গত শনিবার হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিএম কলেজের কয়েকশত ছাত্র টার্মিনালে ঢুকে দেড়শ’র বেশি বাস ভাঙচুর করে। এই সময় টার্মিনাল ভবন এবং কাউন্টারগুলোও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর গতকাল রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল।
2 দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি কমছে
2025-10-30
শিক্ষার্থীদের আর্থিক অসুবিধার কথা বিবেচনা করে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এই জরুরি মিটিং অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতিনিধিরাও এই সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমান পরীক্ষার ফি নিয়ে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি ও সমস্যা জানানো হচ্ছিল, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। 
রাজধানীর মালিবাগে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২
রাজধানীর মালিবাগে চাপাতি দেখিয়ে ছিনতাই, গ্রেফতার ২
2025-10-29
ঢাকার মালিবাগে চাপাতি দেখিয়ে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। গ্রেফতার দুই ছিনতাইকারী হলেন, সুজন (৩০) ও সাইফুল ইসলাম (২৪)। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া। তিনি জানান, গত সোমবার (২৭ অক্টোবর) ভুক্তভোগীর দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে সুজন (৩০) ও সাইফুলকে শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত রিকশা ও ১টি মোবাইল জব্দ করা হয়।
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
2025-10-27
বিকাশ সরকার (ছদ্মনাম) সম্প্রতি জার্মানির একটি শিক্ষার্থী গ্রুপে নিজের সমস্যার সমাধান চেয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, তিনি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তিনি পর পর ৩বার একই কোর্সে অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় তাকে নতুন করে আর পড়ালেখার সুযোগ দেবে না। এমতাবস্থায় সে কি জার্মানিতে থাকতে পারবে ? উত্তরে অনেকে লিখেছেন, পারবেন না কিংবা নতুন করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জার্মানির একাধিক শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, বেশিরভাগ শহরেই কিছু শিক্ষার্থীদের চিত্র এমনই। এমন শিক্ষার্থীদের সংখ্যা বেশি না হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অভিবাসন কর্তৃপক্ষ যখন বাংলাদেশি অকৃতকার্য শিক্ষার্থীদের এমন তালিকায় দেখেন তখন ভাবমূর্তি নিয়ে সংকটে পড়ে বাংলাদেশি অন্য শিক্ষার্থীরা। নেতিবাচক ধারণা তৈরি হয় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে।