আর্কাইভ
লগইন
হোম
হাদির মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোক ও সম্মান জ্ঞাপন
হাদির মৃত্যুতে বিনোদন জগতের তারকাদের শোক ও সম্মান জ্ঞাপন
দ্য নিউজ ডেস্ক
December 20, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘হাদি হাদি’ স্লোগানে শাহবাগ উত্তাল!
‘হাদি হাদি’ স্লোগানে শাহবাগ উত্তাল!
41 মিনিট আগে
শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেফতার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একের পর এক স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো শাহবাগ এলাকা। শাহবাগের কিছুটা দূরে নিউ এলিফ্যান্ট রোড থেকেও মিছিল নিয়ে শাহবাগের দিকে যেতে দেখা গেছে অনেনকে। এ সময় বিক্ষোভকারীরা ‘দিল্লী না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি? হাদি হাদি’ স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
রাজশাহী ওয়ারিয়র্স শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করলো
রাজশাহী ওয়ারিয়র্স শহীদ ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করলো
2 ঘন্টা আগে
গত সপ্তাহে সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদির সম্মানে অনন্য এক নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। এবারের বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তাদের অফিসিয়াল দলের জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে দলটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।’ দলটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে। এখানেই শেষ নয়। দলটি নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানও না করার ঘোষণা দিয়েছে। এর পরিবর্তে ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে বলে জানানো হয়েছে।
ওমরাহ-তে ছেলের সঙ্গে দেখা ২ বছর পর, কাঁদলেন ওমর সানী
ওমরাহ-তে ছেলের সঙ্গে দেখা ২ বছর পর, কাঁদলেন ওমর সানী
2 ঘন্টা আগে
কর্মসূত্রে দুবাইয়ে বসবাস করছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর সন্তান ফারদিন এহসান। এদিকে বাবা ওমর সানী অভিনয়ের বাইরে বাংলাদেশে থেকে রেস্টুরেন্ট ব্যবসা করছেন। অন্যদিকে, চিত্রনায়িকা মৌসুমী কয়েক বছর হলো একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সম্প্রতি সৌদির জেদ্দাতে গেছেন ওমর সানী। সেখানে ফারদিনও তার ব্যবসায়িক কাজে গেছেন। আর ওখানেই দুই বছর পর বাবা-ছেলের দেখা হয়েছে। তারা একসঙ্গে ওমরাহ পালনও করেছেন! ছেলে ফারদিনের সঙ্গে দেখা ও ওমরাহ পালনের বিষয়টি ওমর সানী তার পেজে পোস্ট করেছেন, যা আবেগী করেছে নেটিজেনদের।
হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
6 ঘন্টা আগে
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে। মহাসচিব এই ঘটনার নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় থাকে।