আর্কাইভ
লগইন
হোম
সামাজিক মাধ্যম
মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা প্রায় ১০০০ পর্যটক
পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আটকা পড়েছেন প্রায় ১০০০ পর্যটক। প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য আজ দিনভর কাজ করে গেছেন উদ্ধারকর্মীরা। চীনের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে গেছে।
2 দিন আগে
নিজের একাকিত্ব কাটিয়ে একটু ভালো থাকা যায়
নিজের একাকিত্ব কাটিয়ে একটু ভালো থাকা যায়
2025-08-25
নারী-পুরুষ সবার জন্যই একাকী জীবন চালিয়ে নেওয়া কঠিন। আর আমাদের সমাজ ব্যবস্থায় একা নারীদের বঞ্চনার চিত্র বেশ হতাশাজনক। বিধবা বা বিয়ে না করা নারীরা পারিবারিক কাঠামোতে ভীষণভাবে অবহেলিত। সমাজে মানুষ হিসেবে যতটুকু মর্যাদা থাকার কথা তাও তাদের নেই বা দেওয়া হয় না। এই অবস্থায় পরিবারের অন্যরা যখন নিজেদের মতো ব্যস্ত হয়ে যায়, সেই বাবা-মা-বা একা থাকা ভাই-বোনটির খবর নেওয়ারও সময় হয় না সপ্তাহ বা মাসেও। তখন এই ভয়াবহ একাকিত্ব কাটাতে ৪০-৫০ বছর বা আরও বেশি বয়সে বিয়ের পিঁড়িতে বসতে চাইলেও আমাদের সমাজ তা সুন্দর-সহজভাবে নেয় না। অথচ বয়সের সঙ্গে সঙ্গে যদি কেউ সঙ্গীর অভাব বোধ করেন, তাকে তো উৎসাহ দেওয়া যেতেই পারে।
‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা’ নিয়ে যা বললেন নেহা ধুপিয়া
‘বিয়ের আগেই অন্তঃসত্ত্বা’ নিয়ে যা বললেন নেহা ধুপিয়া
2025-08-25
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের আগেই অন্তসত্ত্বা হয়েছিলেন। তিনি প্রেমিক অঙ্গদ বেদীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এবার সেই কটাক্ষের জবাব দিলেন নেহা ধুপিয়া। দীর্ঘদিন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী সম্পর্কে ছিলেন। শারীরিক পরীক্ষার মাধ্যমে অভিনেত্রী জানতে পারেন— তিনি অন্তঃসত্ত্বা। এরপরেই তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। বিয়ের পর কন্যাসন্তানের মা হন নেহা। মেয়ের নাম মেহর। কিন্তু এরপরও বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক থেমে থাকেনি। সামাজিক মাধ্যমে ক্রমাগত বাক্যবাণে বিদ্ধ হতে থাকেন অভিনেত্রী।