আর্কাইভ
লগইন
হোম
নির্মাতা
সাবা’ সিনেমা প্রসঙ্গে নিপুন: ‘এই ছবিতে কেউ অভিনয়ই করে নাই’
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার। সিনেমাটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই সিনেমাটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।
2025-09-27
পরকীয়ার গুঞ্জন: যা বললেন সৃজিত-সুস্মিতা
পরকীয়ার গুঞ্জন: যা বললেন সৃজিত-সুস্মিতা
2025-07-20
টালিউড বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি সেলফি নিয়ে সামাজিকমাধ্যমে তোলপাড় চলছে। নেটিজেনদের অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। অনেকের দাবি- ‘পরকীয়া প্রেমে জড়িয়েছেন সৃজিত।’ তাই তো এই বিষয়ে নীরবতা ভাঙলেন সৃজিত মুখার্জি। কেবল সৃজিত নন, বিরক্তি প্রকাশ করে নায়িকা সুস্মিতাও মুখ খুলেছেন। ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ‘পরকীয়া প্রেম’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন সৃজিত মুখার্জি। উত্তরে এই নির্মাতা বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।