ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এটি হবে শহীদি মৃত্যু: চমক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে সম্প্রতি পোস্ট দেন ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেই পোস্টের কারণে হত্যার হুমকি পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা।
মতপ্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিকমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের ফেসবুকে মুখ খুলেছেন চমক নিজেই।
এক ভিডিও বার্তায় চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।