আর্কাইভ
লগইন
হোম
ঢালিউড
ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি
ঢালিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তিনি দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ঐ ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। ভিডিওটি মূলতঃ পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রঙের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে।
6 দিন আগে
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
ইধিকা পাল বাদ পড়ছেন, ‘প্রিন্সে’ শাকিবের নায়িকা হচ্ছেন ফারিণ
2025-11-11
ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন- টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এই সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর পূর্বে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা।