আর্কাইভ
লগইন
হোম
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
শুটিংয়ে আহত হন চিত্রনায়ক আরিফিন শুভ
19 ঘন্টা আগে
অনেকটাই চুপিসারে ঢাকার বাইরে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। বিষয়টি পুরো ইউনিট গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য। এরমধ্যেই জানা গেল, শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লাগে। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে। সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।
৮ দলের সমাবেশ শেষে বাড়ি ফেরা হলো না জাবেদের
৮ দলের সমাবেশ শেষে বাড়ি ফেরা হলো না জাবেদের
20 ঘন্টা আগে
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দলের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাবেদ আলী (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুর সংলগ্ন নীলফামারী সদরের কাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে বাসযোগে চিলাহাটির উদ্দেশ্যে ফিরছিলেন জাবেদ আলী। পথে কাজিরহাট এলাকায় নামাজের বিরতির সময় রাস্তা পার হতে গিয়ে ইপিজেড কর্মীর মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
23 ঘন্টা আগে
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তাসহ ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর। ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন, ‘দন্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন।’ নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মির) গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ঐ এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহের পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি।