আর্কাইভ
লগইন
হোম
যশোর
যশোরে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় আবু জাফর নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও নিক্কন আঢ্য (৩৫) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।
2025-09-15
মাকে হত্যা করে ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো ছেলে
মাকে হত্যা করে ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো ছেলে
2025-05-25
নেশা করার টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাশতা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল পালিত ছেলে শেখ শামস। তবে সে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। পুলিশ আটক করেছে তাকে। ঘটনাস্থল যশোর শহরের মণিহার এলাকায়। গতকাল শনিবার (২৪ মে) বিকেলে নিজ বাসা থেকে সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেন তাদের মধ্যে একজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। সে সময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিল।