আর্কাইভ
লগইন
হোম
যশোর
যশোরে মাধ্যমিকের ৭০ ভাগ বই আসেনি, সংকট নেই প্রাথমিকে
আগামী নতুন শিক্ষাবর্ষ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। তবে যশোরে মাধ্যমিক স্তরের প্রায় ৬৮ শতাংশ পাঠ্যবই এখনো জেলা শিক্ষা অফিসে পৌঁছায়নি। এই কারণে শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকের সব শিক্ষার্থী সব পাঠ্যবই হাতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই নিয়ে সংকট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে কোনো সংকট নেই। যশোরে চাহিদার শতভাগ বই পেয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো। বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সব পাঠ্যবই পাবে। যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চাহিদার শতভাগ বই ইতোমধ্যে এসে পৌঁছেছে। যশোরে এই বছর ১২ লাখ ৮২ হাজার ৭২৫টি বাইয়ের চাহিদা ছিল। সকল উপজেলা শিক্ষা অফিসে বই পাঠানো হয়েছে এবং সেখান থেকে স্কুলগুলোতে বই বিতরণ করা হচ্ছে। প্রাথমিকে বইয়ের সরবরাহ সন্তোষজনক হওয়ায় শিক্ষকরা বই উৎসব নিয়ে স্বস্তিতে রয়েছেন।
2025-12-23
যশোরে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
যশোরে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
2025-09-15
যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় আবু জাফর নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও নিক্কন আঢ্য (৩৫) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।
‘আওয়ামী লীগ অচল মাল, তাদের ফিরে আসার সুযোগ নেই’: নুর
‘আওয়ামী লীগ অচল মাল, তাদের ফিরে আসার সুযোগ নেই’: নুর
2025-08-23
নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ একটি অচল মাল। এদেশে আর তাদের ফিরে আসার সুযোগ নেই। একইসঙ্গে দেশে বিগত ৫০ বছর ধরে কালো টাকার রাজনীতি চলছে। এই ধারা বন্ধ করে বাংলাদেশের উন্নয়নের জন্য নির্বাচনী খেলা বন্ধ করার আহ্বান জানান গণঅধিকার পরিষদের সভাপতি। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন। ২০১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।