আর্কাইভ
লগইন
হোম
নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আতিকুর রহমান (৪২) উপজেলার কুরশাইট গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২৬আগস্সট) সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন বাজারে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে আতিকুর রহমান অটোভ্যানে চড়ে মাছের ফিড কেনার জন্য বনপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে কয়েন বাজারে পাবনাগামী একটি দ্রুতগতির বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের যাত্রী আতিকুর রহমান মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
4 দিন আগে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের পাশে
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহতদের পাশে
2025-08-13
উত্তরায় দিয়াবাড়িতে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ৩৩ জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আজ বুধবার (১৩ আগস্ট) মাইলস্টোনের প্রতিষ্ঠাতা কর্নেল (অব.) নুরন নবী ও অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তারা উদ্ধারকাজে সংশ্লিষ্ট বাহিনী ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান। গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ২৭ শিক্ষার্থী, ২ শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়া প্রাণ হারান। আহত ৩৪ জন চিকিৎসাধীন।