আর্কাইভ
লগইন
হোম
নিহত
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বলেন, আমাদের সার্চিং অপারেশন (তল্লাশি অভিযান) চলছে। এর মধ্যে আনুমানিক ৯ লাশ উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশগুলো গার্মেন্টস অংশে মিলেছে। আমরা ধারণা করছি, প্রথমে কেমিক্যাল থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই কেমিক্যালের বিষক্রিয়ায় তারা মারা গিয়ে থাকতে পারেন। অন্যরা বেরিয়ে গেলেও তারা হয়তো বেরোতে পারেননি। তবে বিস্তারিত তদন্তে বলা যাবে।
3 ঘন্টা আগে
মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
মাদারীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
2025-10-05
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শনিবার (০৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী বাস রাজধানীর উত্তরা যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার সমাদ্দার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আহত হন বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।
অবরোধ প্রত্যাহার হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে: ডিসি খাগড়াছড়ি
অবরোধ প্রত্যাহার হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে: ডিসি খাগড়াছড়ি
2025-09-30
সাম্প্রতিক ঘটনা নিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম জানিয়েছেন, অবরোধ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব দ্রুতই ১৪৪ ধারাও তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলার গুইমারায় সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এসব কথা বলেন। পরিদর্শনকালে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।