আর্কাইভ
লগইন
হোম
নিহত
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০) নামে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। গতকাল শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির মো. ইউসুফের ছেলে এবং আবিদুল হাসান ঐ বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে।
1 দিন আগে
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
2025-11-11
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ নিহত ১১
দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশিসহ নিহত ১১
2025-11-11
দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন এবং কোয়াজুলু-নাটালের স্কটসবার্গের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। গত রোববার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফ্রি-স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন অঞ্চলের জাস্ট্রন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় জিকু নামে এক বাংলাদেশিসহ ৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জিকু এস্টেকস্পিট থেকে কুম্বি গাড়িতে করে পারমিট এক্সটেনশন করতে জোহানেজবার্গ যাচ্ছিলেন। পথে জাস্ট্রন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনাস্থলে জিকু, গাড়িচালক নারী যাত্রীসহ ৩ জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের জাতীয়তা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানায়নি স্থানীয় প্রশাসন।