আর্কাইভ
লগইন
হোম
নিহত
বগুড়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নারীসহ নিহত ২
বগুড়া জেলার আদমদীঘি ও সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আদমদীঘির ইন্তেহাদ প্লাস্টিক কারখানার সামনে ও বগুড়া সদরের বারপুর এলাকায় এই দুর্ঘটনা ২টি ঘটে। আজ রোববার সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাশ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতরা হলেন- বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে মাদ্রাসা ছাত্র রাহিম হোসেন (১৮) ও শিবগঞ্জ উপজেলার আতলাই দাড়পাড়ার আবু তালেবের স্ত্রী শান্তা ইসলাম (২৪)। আহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুরঘর গ্রামের লিটন হোসেনের ছেলে তৌফিক হোসেন ও একই গ্রামের জুয়েল হোসেনের ছেলে রহিম উদ্দিন।
5 ঘন্টা আগে
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৫
2025-12-04
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তাসহ ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। গতকাল বুধবার (০৩ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর। ছত্তিশগড় পুলিশের আইজি (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পাটিলিঙ্গ বলেন, ‘দন্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা (কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কমান্ডো বাহিনী) সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন।’ নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মির) গতিবিধির খবর পেয়েই যৌথবাহিনী ঐ এলাকায় তল্লাশি অভিযানে যায়। সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহের পাশাপাশি সেল্ফ লোডিং রাইফেল (এসএলআর), ইনসাস, রাইফেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুরে ট্রলির ধাক্কায় ইপিজেডের নারীকর্মী নিহত
নীলফামারীর সৈয়দপুরে ট্রলির ধাক্কায় ইপিজেডের নারীকর্মী নিহত
2025-11-25
নীলফামারী জেলার সৈয়দপুরের বাইপাস সড়কে ট্রলির ধাক্কায় উত্তরা ইপিজেডের অজ্ঞাত এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে ওয়াপদা মোড়সংলগ্ন খাদিজা পেট্রল পাম্পের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামক একটি কোম্পানিতে কাজ করতেন নিহত অজ্ঞাত ঐ নারী। তিনি ছুটি শেষে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর ধানবাহী একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী ঐ নারী। এই সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামে; কিন্তু তার নাম এখনো জানা যায়নি।