নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
নববধুকে নিয়ে যশোর শহরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের হাসানের। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (২১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)। মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। গত শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গদখালী মঠবাড়ির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। হাসানের আহত স্ত্রী প্রিয়াংকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রিয়াংকা জানান, ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তারা গতকাল শনিবার যশোর শহরে ঘুরতে এসেছিলেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।