আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনা
সুনামগঞ্জের ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ৮ জন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ২টি গাড়িই হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
2 দিন আগে
টাঙ্গাইলের মধুপুরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো হানিফের
টাঙ্গাইলের মধুপুরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো হানিফের
2025-12-21
টাঙ্গাইলে অজ্ঞাত একটি পরিবহণের ধাক্কায় আবু হানিফ আলী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মধুপুর উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের জলছত্র (আশ্রয়ণ কেন্দ্র মোড়) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ আলী বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার মৃত ইয়াছিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে হেঁটে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহণ তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহণটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
2025-12-20
দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রদেশের পেট্রাসভিল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিন্টু বিশ্বাস নামে এক প্রবাসী বাংলাদেশি ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই সময় তার সাথে থাকা আবেদ আহমদ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মিন্টু বিশ্বাস সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা এবং আহত আবেদ আহমেদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বলে জানা গেছে। জানা গেছে, গত বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে মিন্টু এবং আবেদ একটি প্রাইভেট কারে ডিয়ার টাউনের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর গাড়ীর সাথে সংঘর্ষে তাদের গাড়ি ছিটকে রাস্তার বাইরে পড়ে যায়। ঘটনাস্থলে মিন্টু বিশ্বাসের মৃত্যু হয় এবং আহত আবেদ আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
2025-12-20
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক কাওসার সরকারের (১৪) মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকায় দাড়িদহ-ফাঁসিতলা সড়কে এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত কাওসার সরকার বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াকান্দি উত্তর কৃষ্টিপুর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দাড়িদহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আজ শনিবার সকালে কাওসার মোটরসাইকেল নিয়ে দাড়িদহ থেকে উপজেলার ফাঁসিতলা এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়দানহাট্টা ইউনিয়নের মহাবালা এলাকায় দাড়িদহ-ফাঁসিতলা সড়কে পৌঁছলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।