আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনা
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষক নিহত
বাগেরহাট জেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার (০৮ অক্টোবর) সকালে মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ঐ শিক্ষককে চাপা দেয়। এতে ঐ শিক্ষক গুরুত্বর আহত হয়। বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আর ঐ শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
19 ঘন্টা আগে
হবিগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
হবিগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
2025-09-17
হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কয়েকজন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহত মা-ছেলে হলেন- জেলার বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় মহল্লার শামীমা আক্তার (৩৫) ও তার ছেলে তৌকি আহমেদ (৪)। দুপুর ১২টায় নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।