আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ট্যাংক-লরিচাপায় তরুণী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মো. খালেদ হোসেন (২৭) নামে এক তরুণ। নিহত আয়েশা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত যুবক খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে। আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই সড়কে ছিটকে পড়েন। সে সময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
9 ঘন্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
2025-10-11
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহণের ধাক্কায় ভ্যানের যাত্রী রাজু মিয়া (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনন্ত ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।  আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)। এর মধ্যে আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।