আর্কাইভ
লগইন
হোম
আহত
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাস সোনালী পরিবহণের ধাক্কায় ভ্যানের যাত্রী রাজু মিয়া (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অনন্ত ২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।  আহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)। এর মধ্যে আতোয়ার রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
2025-10-11
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষ, ২৫ জন আহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষ, ২৫ জন আহত
2025-08-30
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একে একে ৪টি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও ৩টি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। ঐসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
2025-08-23
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদের পানিতে পড়ে নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। উদ্ধার কাজ চলছে। এখনও কোনো লাশ উদ্ধার হয়নি। তবে আহত হয়েছেন অন্তত ১০ জন। উদ্ধার কাজ শেষ হলে কেউ নিহত হয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।