আর্কাইভ
লগইন
হোম
আহত
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
নববধুকে নিয়ে যশোর শহরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের হাসানের। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (২১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)। মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। গত শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গদখালী মঠবাড়ির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। হাসানের আহত স্ত্রী প্রিয়াংকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয়াংকা জানান, ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তারা গতকাল শনিবার যশোর শহরে ঘুরতে এসেছিলেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
2025-11-09
টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫
টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫
2025-09-22
গাজীপুর জেলার টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় ফায়ার সার্ভিসের চারজন আহত ও দগ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। টঙ্গী সাহারা মার্কেট সেমিপাকা একটি টিনসেড কেমিক্যালের গোডাউনের অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় বিকেল সাড়ে ৩টার দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় তারা আহত হয়। আহতরা হলেন- ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম (অফিসার)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে এদিন বিকেল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ঝিনাইদহের কোদালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহের কোদালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
2025-09-17
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে টানা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী জানায়, সম্প্রতি প্রবল টানা বৃষ্টিপাতের কারণে সদর উপজেলার কোদালিয়া গ্রামের শোয়েব নামে এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ঐমাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি পক্ষের লোকজন। এই নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষ, ২৫ জন আহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষ, ২৫ জন আহত
2025-08-30
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একে একে ৪টি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও ৩টি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। ঐসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।