আর্কাইভ
লগইন
হোম
চিকিৎসক
বিশ্বকাপের মাত্র ৬ মাস আগে অস্ত্রোপচার করালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার
আসন্ন ২০২৬ বিশ্বকাপের আর মাত্র ৬ মাস বাকি। আর ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে। এই ৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর পূর্বেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন।
6 দিন আগে
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
নোয়াখালীর সোনাইমুড়ীতে নারী পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের
2025-11-11
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণ প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- একই উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দেন। তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
নববধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরা হলো না হাসানের
2025-11-09
নববধুকে নিয়ে যশোর শহরে ঘুরতে এসে বাড়ি ফেরা হলো না শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের হাসানের। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান (২১) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী প্রিয়াংকা (১৯)। মাত্র ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। গত শনিবার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গদখালী মঠবাড়ির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে। হাসানের আহত স্ত্রী প্রিয়াংকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয়াংকা জানান, ৮ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তারা গতকাল শনিবার যশোর শহরে ঘুরতে এসেছিলেন। রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।