আর্কাইভ
লগইন
হোম
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে কানাডা
দ্য নিউজ ডেস্ক
জুলাই ৩১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার
15 ঘন্টা আগে
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য-সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। আজ রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
16 ঘন্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে তার দেশ এখন লাভবান হচ্ছে। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে নিজের অবস্থানকে তুলনা করেছেন, যারা কোনো শর্ত ছাড়াই কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছিল। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গত জুলাইয়ে তিনি যে চুক্তি স্বাক্ষর করেছেন, তাতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে, আর তারা তা ইউক্রেনকে সরবরাহ করছে। ট্রাম্প বলেন, আমরা আর এই যুদ্ধে খরচ করছি না। আমরা যা পাঠাচ্ছি, তার সব কিছুর মূল্য দেওয়া হচ্ছে। বাইডেনের মতো নয়, যিনি ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিলেন। এটা ছিল অবিশ্বাস্য। তিনি আরও যোগ করেন, আসলে আমি এই যুদ্ধ থেকে আয় করতে চাই না। তবে সত্য হলো আমরা আয় করছি, কারণ ন্যাটো দেশগুলো আমাদের সরঞ্জাম কিনছে।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯১, শরণার্থী বহনকারী ট্রাকেও বোমা হামলা
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯১, শরণার্থী বহনকারী ট্রাকেও বোমা হামলা
17 ঘন্টা আগে
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে এক খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখল করার চেষ্টা করছে এবং সেখানকার মানুষদের জোর করে দক্ষিণের ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। ইসরায়েলি বাহিনী আবাসিক বাড়ি, আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুল, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে শহর ছাড়ার চেষ্টা করা লোকদের বহনকারী একটি ট্রাকেও বোমা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন। গতকাল শনিবার ভোরে গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আবু সালমিয়ার ভাই, ভাবি ও তাদের সন্তানরা।