আর্কাইভ
লগইন
হোম
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন শুল্কনীতি: ব্রাজিলে ভুয়া ডলার পুড়িয়ে প্রতিবাদ
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ব্রাজিল। দেশটির সাও পাওলোতে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে শত শত মানুষ ভুয়া মার্কিন ডলার পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। ব্রাজিলের বহু প্রধান রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা এখন পর্যন্ত ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার। কমলার রসের মতো কিছু পণ্যে ছাড় থাকলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য এই শুল্কের আওতায় পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ডানপন্থী ব্রাজিলীয় প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সখ্যতা এই কঠোর পদক্ষেপের নেপথ্যে থাকতে পারে।
4 দিন আগে
উইনার্স মেডেল ‘চুপিচুপি’ পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প
উইনার্স মেডেল ‘চুপিচুপি’ পকেটে ঢুকিয়ে ভাইরাল ট্রাম্প
2025-07-16
ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মাঠের মতো স্টেজেও জমকালো ছিল উদযাপন। তবে সেই আনন্দঘন মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। চ্যাম্পিয়নদের মাঝে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উইনার্স মেডেল ‘চুপিচুপি’ নিজের পকেটে ঢুকিয়ে নেন! সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, ট্রাম্প বিজয়ীদের মাঝে দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করেই একটি মেডেল নিজের পকেটে রেখে দিচ্ছেন। দেখে মনে হয় যেন তা কোনো খেলোয়াড়ের না বলেই নিয়ে নিচ্ছেন তিনি।