আর্কাইভ
লগইন
হোম
ডোনাল্ড ট্রাম্প
২৪ ঘণ্টায় গাজায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জন খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল সূত্র। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৫৮,৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৯,৬০৭ জন আহত হয়েছেন। বিগত ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
3 ঘন্টা আগে
ড. মুহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ
ড. মুহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ
2025-07-08
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে এমনটি জানিয়েছেন। গতকাল সোমবার (০৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠিটি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে মোট ১৪টি দেশের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি। গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছিলেন। এর পূর্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে গড়ে ১৫% করে শুল্ক ছিল। চিঠিতে ট্রাম্প লিখেন, ০১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক (ট্যাক্স) আরোপ করা হবে। এটা আলাদা, খাতভিত্তিক শুল্কের বাইরে। যদি কেউ অন্য দেশের মাধ্যমে পণ্য পাঠিয়ে এই শুল্ক এড়ানোর চেষ্টা করে, তবে বেশি শুল্কই দিতে হবে।