আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিন
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬৯ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩৬২ জন। এর মধ্যদিয়ে বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মৃতদেহ, যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একজনও রয়েছে, হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ৩৬২ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১,৫৩,৫৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’
21 ঘন্টা আগে
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
2025-07-27
ফিলিস্তিনের গাজা উপত্যকার কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে আজ রোববার (২৭ জুলাই)কে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই বিরতি কার্যকর হবে গাজার যেসব এলাকায় আইডিএফ বর্তমানে সক্রিয় নয়, বিশেষ করে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট কিছু অংশে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনই এই বিরতি চলবে। আইডিএফ বলছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ‘নিরাপদ পথ’ খোলা থাকবে, যেন জাতিসংঘ ও অন্যান্য সংস্থা খাদ্য ও ওষুধ গাজায় পৌঁছে দিতে পারে।
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ১৩৪, নিহত ৫৯ হাজার ছাড়াল
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ১৩৪, নিহত ৫৯ হাজার ছাড়াল
2025-07-22
ইসরাইলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজারে। এছাড়া সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৯৯ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯,০২৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।