আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিন
ইসরায়েলি হামলায় গাজায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনে ১৩৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬২৫ জন। গতকাল শুক্রবার (০৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩৮ জন নিহত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, ইসরায়েলি বাহিনীর বৃহস্পতিবার-শুক্রবারের অভিযানে গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৫৭,২৬৮ জন এবং আহতের সংখ্যা ১,৩৫,১৭৩ জনে পৌঁছেছে। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে। তাদের উদ্ধার করা যায়নি। বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪,৯২৭ জনে। এদের পাশাপাশি আহত হয়েছে আরও ১,২৬,২২৭ জন ফিলিস্তিনি।
2 দিন আগে
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪৩ ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪৩ ফিলিস্তিনি
2025-05-03
ইসরায়েলি বিমান বাহিনীর টানা অভিযানে গাজা উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত: ৪৩ জন ফিলিস্তিনি। গত বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত; ৭৭ জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিগত ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় পূর্ণমাত্রার অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। শুক্রবারের (০২ মে) সর্বশেষ হামলার পর থেকে এখন পর্যন্ত দেড় বছরে মোট ৫২,৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,১৮০৯১ জনে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৫৬ %।