আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিন
ফিলিস্তিন ইস্যু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা গেলেন যুক্তরাষ্ট্রে
ফিলিস্তিন ইস্যু সংক্রান্ত জাতিসংঘের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ রোববার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। ফিলিস্তিন ইস্যু সংক্রান্ত জাতিসংঘে আগামীকাল সোমবার (২৮ জলাই) ৩ দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্মেলন শেষে আগামী শুক্রবার (০১ আগস্ট) সকালে তিনি দেশে ফিরবেন।
1 দিন আগে
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১০৯
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১০৯
2025-07-02
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর গতকালের (০১ জুলাই) চালানো একের পর এক হামলায় কমপক্ষে ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সূত্রগুলো একপ্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। নিহতদের মধ্যে ছিলেন ১৬ জন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সমবেত হয়েছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা ভিড় করা মানুষজনের ওপর গুলি চালালে তারা নিহত হন। জিএইচএফ গত মে মাসের শেষ দিকে সীমিত ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কেন্দ্র গুলোতে প্রায় ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের হামলায় গাজার একটি ক্যাফেতে নিহত ২০
ইসরায়েলের হামলায় গাজার একটি ক্যাফেতে নিহত ২০
2025-07-01
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পশ্চিমাঞ্চলে সাগর তীরবর্তী জনপ্রিয় একটি ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। গতকাল সোমবারের (৩০ জুন) এ হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। গাজার হামাস-শাসিত সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, উপকূলবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে এখন পর্যন্ত ২০টি মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ক্যাফেটি ছিল উন্মুক্ত স্থানে, যেখানে সমুদ্রের ধারে তাঁবু টানিয়ে বসার ব্যবস্থা ছিল। তিনি আরও জানান, বিস্ফোরণে গভীর গর্ত হয়েছে।
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
2025-06-15
ইরানের পাশাপাশি গতকাল শনিবার (১৪ জুন) রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এই হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই গতকাল শনিবার রাতে ইসরাইলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।