আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিন
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫, পশ্চিমতীরে ১
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে। উপত্যকাটিতে দখলদার বাহিনীর সবশেষ হামলায় আরও ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে গুলি করে এক কিশোরকে হত্যা করেছে ফিলিস্তিনি সেনারা।  খবর প্রেস টিভির। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) স্থানীয় সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাহমুদ সুলেমান আল-ওয়াদিয়া নামের আরেক ফিলিস্তিনি গাজার পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ইসরাইলি স্নাইপারদের গুলিতে প্রাণ হারান। এই হামলায় তার ভাইও আহত হন।
3 দিন আগে
দক্ষিণ আফ্রিকায় রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে
দক্ষিণ আফ্রিকায় রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে
2025-09-29
দক্ষিণ আফ্রিকায় ফিলিস্তিনের পক্ষে হাজার হাজার মানুষ মাঠে নেমেছেন। ফিলিস্তিনে ইসরাইলের নির্বিচার বিমান হামলা চালিয়ে নিরীহ মানুষদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিন সংগঠনের উদ্যোগে কেপটাউন শহরে সংসদের সামনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবতাবাদী অর্ধশত সংগঠনের ডাকে নারী-পুরুষ শিশুসহ প্রায় ৫,০০০ মানুষ বিশাল সমাবেশে অংশগ্রহণ করেন। শহরটির আশপাশে থাকা কয়েকশ প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরেক দেশ সান মারিনো
2025-09-28
স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো।  গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেন সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা মেহের। লুকা বেক্কারি বলেন, ‘আমরা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের ভেতরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছি।’ তিনি বলেন, ‘রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার’।