আর্কাইভ
লগইন
হোম
হামাস
ইসরাইলি হামলায় গাজায় আরও ৯৪ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩৯ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০,৯৩৩ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলু’র। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দুইবছর ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬০,৯৩৩ জনে পৌঁছেছে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৫০,০২৭ জন ফিলিস্তিনি।
5 দিন আগে
হামাস ১০ ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি
হামাস ১০ ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি
2025-07-10
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলের ১০ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে হামাস জানায়, যুদ্ধবিরতির আলোচনা এখনো ‘কঠিন’ পর্যায়ে রয়েছে। কারণ ইসরাইল এখনো ‘একগুঁয়েমি’ দেখিয়ে যাচ্ছে। খবর আল-জাজিরার। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা এগিয়ে চলেছে উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু বলেন, ‘আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি।’