আর্কাইভ
লগইন
হোম
হামাস
হামাস ১০ ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলের ১০ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। একইসঙ্গে হামাস জানায়, যুদ্ধবিরতির আলোচনা এখনো ‘কঠিন’ পর্যায়ে রয়েছে। কারণ ইসরাইল এখনো ‘একগুঁয়েমি’ দেখিয়ে যাচ্ছে। খবর আল-জাজিরার। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা এগিয়ে চলেছে উল্লেখ করে হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল-নুনু বলেন, ‘আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি।’
2025-07-10
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
2025-06-28
ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গতকাল শুক্রবার (২৭ জুন) ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ দিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
ইসরায়েলী হামলায় গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫
ইসরায়েলী হামলায় গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫
2025-06-08
গাজা উপত্যকায় গতকাল শনিবার (০৭ জুন) ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় একই পরিবারের ১৬ জনসহ কমপক্ষে ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শনিবার (০৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ঐ প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ৬ জন শিশু আছে। ঐ পরিবারটি বসবাস করতো গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী।
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ জন নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ জন নিহত
2025-05-27
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৫৩ জন। গতকাল সোমবার (২৬ মে) ভোরের পূর্বে থেকে চালানো হামলায় তাদের প্রাণ যায়। হাসপাতাল সূত্র আল জাজিরাকে এসব তথ্য জানায়। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস সম্মতি দিয়েছে—এমন খবরে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একেবারে ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছে। গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র জানান, গাজায় সবাই কষ্টে আছেন। কারণ হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না, অনেকেরই আঘাত ভয়াবহ ধরনের। ইসরায়েল ত্রাণ-সামগ্রী আটকে রেখেছে এবং হামলা আরও বাড়িয়েছে।