আর্কাইভ
লগইন
হোম
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
দ্য নিউজ ডেস্ক
November 12, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
‘২০২৬ বিশ্বকাপই হবে আমার শেষ’: ক্রিস্টিয়ানো রোনালদো
2 ঘন্টা আগে
আগামী ২০২৬ সালের বিশ্বকাপই হবে তার শেষ; আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, তিনি ফুটবল থেকে অবসর নেবেন ‘আর এক বা দুই বছরের মধ্যেই’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের টুর্নামেন্ট হবে রোনালদোর ৬ষ্ঠ বিশ্বকাপ। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ট্যুরিজম সামিটে এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, এই বিশ্বকাপই কি তার শেষ? রোনালদোর উত্তর ছিল স্পষ্ট, ‘নিশ্চিতভাবেই হ্যাঁ। আমি তখন ৪১ বছর বয়সী হবো, এবং মনে করি সেটাই হবে বড় প্রতিযোগিতায় আমার শেষ মুহূর্ত।’ সৌদি আরবের আল নাসর ক্লাবের এই তারকা ফুটবলার এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে ৯৫৩ গোল করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা তিনি, যার সংখ্যা ১৪৩। তবু এখনও চোখ রাখছেন এক বিরল মাইলফলকে, ক্যারিয়ারের ১০০০ গোল পূর্ণ করা।
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
ভারতে আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে?
1 দিন আগে
আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির। তাকে ছুঁয়ে দেখার সুযোগ পাবেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে হতে চলেছে অনুষ্ঠান। এরপর ১৪ তারিখ মুম্বাই ও ১৫ তারিখ দিল্লিতে যাবেন আর্জেন্টাইন এই সুপারস্টার। ভারত সফরে GOAT কাপ ও কনসার্টে অংশ নেবেন মেসি। তাকে দেখার জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা এবং হ্যান্ডশেক করার ব্যবস্থা করেছেন আয়োজকরা। দীর্ঘ ১৪ বছর পর মেসি ভারতে আসছেন। শেষবার তিনি এসেছিলেন বিগত ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে। কলকাতায় একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেন। এবার মেসি একা আসছেন। তাই এবার মেসিকে ভক্তদের আরও কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও কমতি রাখছেন আয়োজকরা।
নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: রুবাবা দৌলা
নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: রুবাবা দৌলা
1 দিন আগে
বিসিবি’র ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে তিনি জানিয়েছেন নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা। রুবাবা দৌলা বলেন, ‘আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।’ তিনি আরও যোগ করেন, ‘আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি, তা নয়; আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।’ বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ৬ মিনিটেই শেষ!
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট ৬ মিনিটেই শেষ!
1 দিন আগে
বাংলাদেশ আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে ‘টিকিটস সোল্ড আউট’। এই ম্যাচকে ঘিরে আগ্রহের প্রতিফলন দেখা গেছে আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে টিকিট বিক্রির সময়। দুপুর ২টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘কুইকেট’–এর মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু মাত্র ৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির সব টিকিট! ওয়েবসাইটে মুহূর্তেই ভেসে ওঠে ‘সোল্ড আউট’ লেখা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।