আর্কাইভ
লগইন
হোম
ইউএনও
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন। গত শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় মাস ধরে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শফিক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। শফিকের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। তিনি অনেক পরিশ্রমী ও মেধাবী ছিলেন। ১০ বছর আগে তিনি পড়াশোনার জন্য প্রবাস যান। এরপর ২০১৯ সালে বিয়ে করেন। স্ত্রীসহ তিনি পর্তুগাল থাকতেন। তাদের কোনো সন্তান নাই।
2025-10-20