আর্কাইভ
লগইন
হোম
ইউএনও
হাসনাত আব্দুল্লাহ হলফনামায় যত টাকার সম্পদ দেখালেন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্থাবর-অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। এছাড়াও তার নামে ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। তিনি ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। পিতা-মাতা ও স্ত্রী সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। গত সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।
2025-12-31
চলমান বৈরী আবহাওয়ায় বান্দরবান-লামার পর্যটনকেন্দ্র-রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
চলমান বৈরী আবহাওয়ায় বান্দরবান-লামার পর্যটনকেন্দ্র-রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা
2025-07-10
চলমান বৈরী আবহাওয়ায় ভারী বর্ষণের ফলে পাহাড় ধস ও প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবান জেলার লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির আশঙ্কা রোধে লামার বিভিন্ন পর্যটনকেন্দ্রের ৬০-৬৫টি রিসোর্ট ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় সেগুলো আবার খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
আখাউড়ায় পাহাড়ি ঢলে আকষ্মিক বন্যায় প্লাবিত ১৯ গ্রাম
আখাউড়ায় পাহাড়ি ঢলে আকষ্মিক বন্যায় প্লাবিত ১৯ গ্রাম
2025-06-02
ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তঘেঁষা নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার কোনো উন্নতি হয়নি। দ্বিতীয় দিনের মতো ঢলের পানি অব্যাহত থাকায় আজ সোমবার (০২ জুন) সকাল থেকে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আখাউড়া উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ আখাউড়া ইউনিয়নের অন্তত ১৯টি গ্রাম প্লাবিত হয়েছে। ত্রিপুরা এলাকার পাহাড়ি ঢলের পানি আখাউড়া স্থলবন্দরের যাওয়ার বঙ্গেরচর এলাকায় সড়কটি দিয়ে অতিক্রম করছে। এতে আশ-পাশের খালগুলো পানিতে টইটম্বুর। এখনো পর্যন্ত ৪৫০টি পরিবার পানিবন্দি হয়েছে। তবে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।