আর্কাইভ
লগইন
হোম
৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
দ্য নিউজ ডেস্ক
August 26, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
2 ঘন্টা আগে
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না এই দুইদলের মধ্যে, তাই বৈশ্বিক আসরগুলোতে এই লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ থাকে আকাশচুম্বী। তবে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটলো, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গতকাল গ্রুপপর্বের ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয়রা দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষে ঘটে এক অস্বাভাবিক দৃশ্য। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌহার্দ্য প্রকাশ না করে দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। ভারতের এই সিদ্ধান্ত ছিল প্রতীকী প্রতিবাদ। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের ভূমিকার প্রতিবাদ জানাতে এভাবে ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। শুধু পাকিস্তানি খেলোয়াড়রাই নন, ভারতীয়দের এই সিদ্ধান্তে উপেক্ষিত হন ম্যাচ কর্মকর্তারাও। টিম ইন্ডিয়া মাঠ ছাড়ার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হ্যান্ডশেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা তাড়াহুড়োয় তাকেও উপেক্ষা করেন।
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে
এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৮ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে
6 ঘন্টা আগে
রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এই মেলা চলবে ১৮-২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। তিনি বলেন, এবারের মেলায় ২টি হলে থাকবে ১৮০টি বুথ। দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র‍্যাফেল ড্র-এ অংশ নেওয়ার সুযোগ।
মাদারীপুরের শিবচরে যুবককে প্রকাশ্যে কু‌পিয়ে হত্যা
মাদারীপুরের শিবচরে যুবককে প্রকাশ্যে কু‌পিয়ে হত্যা
6 ঘন্টা আগে
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রাকিব মাদবর (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  গত কাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এই ঘটনা ঘটে। নিহত রাকিব সরদারকান্দি এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব মাদবর সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোরে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
যশোরে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত ৩
8 ঘন্টা আগে
যশোর-নড়াইল মহাসড়কে দুর্ঘটনায় আবু জাফর নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও নিক্কন আঢ্য (৩৫) নামে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর।