আর্কাইভ
লগইন
হোম
পুশইন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইনের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় ১৯ জনকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তাদের মধ্যে ৩টি শিশু ও ৬ জন নারী রয়েছেন। স্থানীয়রা ও একটি গোয়েন্দা সংস্থা এই খবর জানালেও এ নিয়ে বিজিবি এখনো কোনো তথ্য দেয়নি। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়।
2025-09-24
লালমনিরহাট সীমান্তে পুশ ইনের চেষ্টা প্রতিরোধ বিজিবি-এলাকাবাসীর, শূন্যরেখায় ৫৪ ভারতীয়
লালমনিরহাট সীমান্তে পুশ ইনের চেষ্টা প্রতিরোধ বিজিবি-এলাকাবাসীর, শূন্যরেখায় ৫৪ ভারতীয়
2025-05-28
লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করেছে ৫৪ ভারতীয় নাগরিক। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকতে না পেরে এসব ভারতীয় ভোররাত থেকে শূন্যরেখায় অবস্থান নিয়েছে। আজ বুধবার (২৮ মে) লালমনিরহাট জেলার ৪ উপজেলার বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করছে ভারতীয়রা। সীমান্তবাসী ও বিজিবি জানায়, ভোররাত থেকে জেলার ৪ উপজেলার বিভিন্ন সীমান্তে পুশ ইন করার চেষ্টা করছে ভারতের আসাম রাজ্যের কিছু মুসলিম মানুষজন। তাদের সীমান্তের শূন্যরেখায় ফেলে চলে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ অবস্থা দেখে পুশ ইন রোধে সীমান্তে সতর্কভাবে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবিকে সাহস দিতে তাদের পাশে লাঠি হাতে দাঁড়িয়েছে স্থানীয় এলাকাবাসী। ফলে ভোররাত থেকে চেষ্টা করেও ওইসব ভারতীয় আসাম রাজের মানুষরা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
নিয়ম মেনে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিয়ম মেনে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-05-17
ভারত থেকে পুশইনের মাধ্যমে আসা মানুষদের মধ্যে বাংলাদেশি থাকলে তাদের পুশব্যাক করার সুযোগ নেই। তবে ভারতের নাগরিক ও দেশটির রোহিঙ্গারা থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১৭ মে) সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুন্দরবনে বিজিবির ‌‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থেকে থাকলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। ভারতের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। তবে এ ঘটনাকে উস্কানিমূলক মনে হচ্ছে না। সুন্দরবনসহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পুশইনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। এছাড়া, ইউএনএইচসিআরের কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে। এ সময় পুশইনের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।