আর্কাইভ
লগইন
হোম
মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্তে ৩০ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
দ্য নিউজ ডেস্ক
December 03, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টেকনাফে মিয়ানমারের বিদ্রোহীদের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
টেকনাফে মিয়ানমারের বিদ্রোহীদের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
23 ঘন্টা আগে
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের (২২) পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর বেড়িবাঁধ এলাকার শাহজানের দ্বীয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।  তিনি হোয়াইক্যং লম্বা বিল মাঝের পাড়া এলাকার ফজল করিমের ছেলে। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ভাই মো. আমিন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছিলেন স্বজন ও এলাকাবাসী। পরে স্থানীয় বিএনপির নেতা ও গণ্যমান্য মানুষ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। স্থানীয়রা জানান, সকালে হানিফ তার মৎস্য ঘের দেখতে যায়। এমন সময় হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুতে রাখা মাইনে পা পড়লে সঙ্গে সঙ্গে তার বাম পা শরীরের মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও আঘাত প্রাপ্ত হয়ে মাঠিতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
ভারতে লাগাতার শুটিং বাতিল, বাংলাদেশের পরিচালকরা কি শ্রীলংকামুখী?
1 দিন আগে
এই জানুয়ারী মাসেই একাধিক বাংলাদেশি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু এসব সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। সম্প্রতি তা বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। কী কারণে এমন সিদ্ধান্ত? প্রত্যেকটি সিনেমার শুটিং হওয়ার কথা ছিল ভারতে। বাংলাদেশের সংবাদমাধ্যমে  প্রকাশিত খবর অনুযায়ী, সব কটি সিনেমার শুটিং হচ্ছে এখন শ্রীলংকায়। এই তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স’ ও সিয়াম আহমেদের ‘রাক্ষস’। এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে 'রাক্ষস' সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, ইতোমধ্যে তিনি টিম নিয়ে শ্রীলংকায় পৌঁছে গেছেন। একইভাবে ‘প্রিন্স’ সিনেমার কলাকুশলীরাও গতকাল শনিবার (১০ জানুয়ারি) পা রেখেছেন সেই দেশে।
আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
1 দিন আগে
ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। আজ রোববার (১১ জানুয়ারী) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি মন্তব্য করে করে বাণিজ্য উপদেষ্টা বলেন, পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ স্পেসিফিক কোনো ‘বাই লেটারাল’ সিদ্ধান্ত নেই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে, এটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা সেটা দেখছি।
টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়
টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলি বিঁধল বাংলাদেশি শিশুর মাথায়
2 দিন আগে
কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ঐ এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় তার মাথায় গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে ১২টায় জানিয়েছেন, গুলিবিদ্ধ শিশুটি মুমূর্ষু অবস্থায় রয়েছে। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।