আর্কাইভ
লগইন
হোম
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় দম্পতিকে ফেরত পাঠালো বিজিবি
ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় দম্পতিকে ফেরত পাঠালো বিজিবি
দ্য নিউজ ডেস্ক
জুন ১৭, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আজানের সময় গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম
আজানের সময় গান থামিয়ে প্রশংসায় ভাসছেন সোনু নিগম
6 ঘন্টা আগে
বলিউডের গায়ক সোনু নিগম কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। তবে সেই আজানকে সম্মান জানিয়েই এবার অনুষ্ঠান থামিয়ে দিলেন সোনু নিগম। সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সোনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। আর সেখানেই ভাইরাল হলো সোনু নিগমের অনুষ্ঠানের একটি মুহূর্ত। মাইকে আজান বাজবে, সেটা বুঝতে পেরেই, গানের অনুষ্ঠান থামিয়ে দেন সোনু নিগম। এমন সময়ের ভিডিওটি ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক। ভিডিওতে সোনু নিগমকে বলতে শোনা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সোনু নিগম। এই সময় গায়ককে বলতে শোনা যায়, আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে। এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন।
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
8 ঘন্টা আগে
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
1 দিন আগে
দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনে রাজশাহী সিটি করপোরেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে সিটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন বিক্ষোভকারীরা। এর ফলে প্রত্যেকটি বিভাগে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকেই করপোরেশনের প্রবেশদ্বার অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধরা। বিভিন্ন দাবিতে সমবেত হয়ে তারা স্লোগান দেন। এর ফলে সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা সিটি ভবনে প্রবেশ করতে পারেননি। এর পূর্বে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরাও সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহী ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতায় সমস্যা দেখা দিয়েছে।
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
1 দিন আগে
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।