আর্কাইভ
লগইন
হোম
গ্রেফতার
লক্ষ্মীপুরে গণহত্যা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার ৩ আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। আসামিরা হলেন: লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। আজ সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মন্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
6 দিন আগে
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
2025-07-13
গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে মামলার শুনানি শেষে তার জামিন মন্জুর করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। পরে তার আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তাফিজুর রহমান তাকে জামিনের আদেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী অভিনেত্রীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মন্জুর করেন। এর পূর্বে অপু বিশ্বাস গত ০২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী।
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
2025-07-12
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগ (৩৯) নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এ ঘটনা নাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও। ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠেও ফুটে উঠল তীব্র প্রতিবাদ ও হতাশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ অভিনেত্রী এই ক্ষোভ জানান। বাঁধনের পোস্টে লিখেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল। কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’ অভিনেত্রী বলার ভাষা হারিয়ে ফেলেছেন জানিয়ে লিখেন, ‘আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন? মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? আর সরকার? সবসময়কার মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?’