আর্কাইভ
লগইন
হোম
পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জে ট্যাংক-লরিচাপায় তরুণী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মো. খালেদ হোসেন (২৭) নামে এক তরুণ। নিহত আয়েশা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত যুবক খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে। আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুইজনই সড়কে ছিটকে পড়েন। সে সময় লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
12 ঘন্টা আগে
কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: ড. তাহের
কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কণ্ঠ রেকর্ড আছে: ড. তাহের
2025-10-14
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ দলের অনুগতদের বসিয়ে ‘নীলনকশার নির্বাচন’ করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের নায়েবে আমির দাবি করেছেন, ষড়যন্ত্রে লিপ্ত ঐসব উপদেষ্টার নাম, এমনকি ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ডও তাদের কাছে রয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি অন্তর্বর্তী সরকারকে এই ষড়যন্ত্র বন্ধের হুঁশিয়ারি দেন। জামায়াত নেতা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন।’
স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রাখলেন স্বামী
স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রাখলেন স্বামী
2025-10-14
ঢাকার কলাবাগান এলাকায় এক রোমহর্ষক পারিবারিক হত্যাকাণ্ড ঘটেছে। নজরুল ইসলাম নামে এক ব্যক্তি তার স্ত্রী তাসলিমা আক্তারকে (৪০) হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন। দম্পতির সন্তান ও আত্মীয়-স্বজনদের সংবাদে পুলিশ বাসার ডিপ ফ্রিজ থেকে ঐ নারীর লাশ উদ্ধার করে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনা সত্যতার নিশ্চিত করে জানান, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ঐ নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।