আর্কাইভ
লগইন
হোম
পুলিশ
ভোলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিজান, রিয়াজ ও শারমিন। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। নিহত রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।
2 দিন আগে
যশোরে রাইফেলের গুলিসহ একজন আটক
যশোরে রাইফেলের গুলিসহ একজন আটক
2025-12-11
থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ রাসেল মুন্সি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার শিববাড়ি মাঠ এলাকার সবুর মুন্সির ছেলে। আটকের সময় রাসেল মুন্সি পুলিশ ও সাংবাদিকদের কাছে এলোমেলো তথ্য দিয়েছেন। কোতোয়ালি থানার এসআই হামিদুর রহমান জানিয়েছেন, রাসেল বলছেন- একটি ব্যাগ নিয়ে তিনি পুলিশ বক্সের সামনে আছেন। আবার পুলিশকে দেখে সম্প্রতি যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে খুন হওয়া তানভীরের পরিবারের খোঁজখবর নেন। তার বক্তব্য- তানভীর হত্যামামলায় জড়িত ৮ নয়, ১০ জন। এরপর তিনি আবার এলোমেলো কথাবার্তা বলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির
2025-12-10
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে খলিল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, রোগীকে অচেতন অবস্থায় আনা হয়। মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্তমিশ্রিত বমি করছিলেন, যা মারাত্মক ইনজুরির লক্ষণ। পরিচয় নিশ্চিতের পর আমরা তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি মারা যান।