ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে খলিল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, রোগীকে অচেতন অবস্থায় আনা হয়। মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্তমিশ্রিত বমি করছিলেন, যা মারাত্মক ইনজুরির লক্ষণ। পরিচয় নিশ্চিতের পর আমরা তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি মারা যান।