দেড় শতাধিক বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক মালয়েশিয়ায়
মালয়েশিয়ার কুয়ালালামপুরের মেদান ইম্বিতে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, মেদান ইম্বি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানে অনেক দোকানঘরের উপরতলা ভাড়া দিয়ে অবৈধ অভিবাসীদের বসবাসে সহায়তা করত।