আর্কাইভ
লগইন
হোম
এবার সরকারি অনুদানের সিনেমায় জুটি হচ্ছেন রাজ ও মিম
এবার সরকারি অনুদানের সিনেমায় জুটি হচ্ছেন রাজ ও মিম
দ্য নিউজ ডেস্ক
January 11, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আমার বিশ্বাস ছিল-এই ষড়যন্ত্র টিকবে না: মান্না
আমার বিশ্বাস ছিল-এই ষড়যন্ত্র টিকবে না: মান্না
9 ঘন্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। হলফনামায় অসঙ্গতি থাকায় গত ০২ জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। রায়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। আজ রোববার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় প্রার্থিতা ফিরে পেয়ে গণমাধ্যমে মান্না বলেন, মনোনয়ন বাতিলের পেছনে যে ষড়যন্ত্র হয়েছিল, তা শেষ পর্যন্ত টেকেনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বিশ্বাস ছিল—এই ষড়যন্ত্র টিকবে না। তিনি বলেন, আমি আগেও বগুড়া থেকে নির্বাচন করেছি। এবারও করছি। অথচ আমাকে বিরোধিতা করতে যে কূটকৌশল করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠায়। না হলে মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
তাহসান-রোজার সংসার ভাঙছে কী কারণে?
11 ঘন্টা আগে
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হতে না হতেই এই বিচ্ছেদের খবর সামনে এলো। আর এই বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছরের জুলাই থেকে তারা আলাদা থাকছেন এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তাহসানের ডিভোর্স কার্যকর হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জনপ্রিয় এই গায়ক বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’ তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’
জন আব্রাহামের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা সিং
জন আব্রাহামের যে ভয়ঙ্কর পরিস্থিতির কথা শেয়ার করলেন চিত্রাঙ্গদা সিং
1 দিন আগে
বলিউড অভিনেতা জন আব্রাহামকে রাস্তায় অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। বেশ কিছু দিন ধরেই এমন ঘটনা ঘটছে চারদিকে। দিনকয়েক আগে ‘আই, মি অউর ম্যাঁয়’ সিনেমার প্রচারের সময়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল অভিনেতাকে। এবার একই ঘটনার কথা শেয়ার করে নিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। দিল্লিতে একটি সিনেমার প্রচারে গিয়েছিলেন জন আব্রাহাম ও চিত্রাঙ্গদা সিং। সেখানেই একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে বেকায়দায় পড়েছিলেন এই তারকা জুটি। চিত্রাঙ্গদা বলেন, ‘আমাদের সিনেমার প্রচারের জন্য মঞ্চে ওঠার কথা ছিল। আর তখনই ভয়ানক পরিস্থিতি ঘটে। সবাই ঘিরে ধরে আমাদের। পেছন দিক থেকে দেখতে পাচ্ছিলাম জনকে সবাই মিলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ভয়ে কেঁপেছি রীতিমতো বলে জানান অভিনেত্রী।