নতুন সিনেমায় আসছেন মন্দিরা চক্রবর্তী
নবাগতা মন্দিরা চক্রবর্তী গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’য় অভিনয় করেছিলেন। এটি ছিল তার জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় তিনি জুটি বেঁধেছিলেন শরিফুল রাজের সঙ্গে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর। প্রশংসাও পান বেশ। এই ঈদুল আজহায় রাজ ও মন্দিরা দুইজনই হাজির হয়েছেন পর্দায়, তবে ভিন্ন দুই সিনেমাতে। রাজকে দেখা গেছে সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’র মুখ্য চরিত্রে। আর মন্দিরা হাজির হন মিঠু খানের ‘নীলচক্র’তে। সেখানে আবার তিনি জুটি বেঁধেছিলেন আরিফিন শুভ’র সঙ্গে।
তবে, নতুন খবর হলো-আবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন রাজ-মন্দিরা। এবারের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’। সিনেমাটি বানাচ্ছেন মিঠু খান। তিনি জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা হয়েছে। এখন তিনি চিত্রনাট্য গুছিয়ে নিচ্ছেন। সিনেমার গল্পটা মফস্বল শহরের প্রেম নিয়ে। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় হবে সিনেমার চিত্রায়ন। সিনেমাতে ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী উর্বীকেও দেখা যেতে পারে। মুক্তির জন্য আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রাখছেন নির্মাতারা।