‘তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর’: মিম
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার কাজের বাইরে সময় পেলে একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। স্বামীকে নিয়ে নানা সময়ই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
তবে এবার একটু অন্য রকম বিশেষণে বিশেষায়িত করলেন। সনি পোদ্দারকে নিয়ে বললেন, ‘তোমার সাথে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর। ’
দুইজনের দুইটি একত্রে থাকা ছবি দিয়েছেন। এরপর জুড়ে দিয়েছেন এই ক্যাপশনটি। স্বাভাবিকভাবেই বোঝা যায় দুইজনের দাম্পত্য জীবন খুবই চমৎকার কাটছে। নেটিজেনরাও দুইজনের আনন্দময় মুহূর্তকে উপভোগ করছেন।