আর্কাইভ
লগইন
হোম
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে শোকজ
দ্য নিউজ ডেস্ক
January 12, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
2 ঘন্টা আগে
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি। এরইমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে ৮টি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ম্যাচ সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে-০৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ০৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। 
ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি
ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি
3 ঘন্টা আগে
ঢালিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। তিনি দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ঐ ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান। ভিডিওটি মূলতঃ পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রঙের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে।
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে ডোনাল্ড ট্রাম্প
‘হয় চুক্তি করুন, নয়তো ফল ভোগ করুন’, কিউবাকে ডোনাল্ড ট্রাম্প
4 ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে ঘোষণা করেছেন, ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না। তিনি সমাজতান্ত্রিক শাসিত এই দ্বীপ রাষ্ট্রটিকে সতর্ক করে দিয়ে দ্রুত ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। ভেনেজুয়েলা কিউবার প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও গত ০৩ জানুয়ারি মার্কিন বাহিনীর অভিযানে কারাকাসের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর থেকে সেখান থেকে কিউবায় তেলের কোনো চালান পাঠানো হয়নি। গতকাল রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় লিখেছেন, কিউবার জন্য ভেনেজুয়েলার তেল ও অর্থের জোগান এখন থেকে সম্পূর্ণ বন্ধ। তিনি কিউবা সরকারকে উদ্দেশ্যে করে বলেন যে, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের একটি ‘ডিল’ বা চুক্তিতে আসা উচিত। ট্রাম্প দাবি করেন, কিউবা দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে তারা ভেনেজুয়েলার একনায়কদের নিরাপত্তা সেবা প্রদান করত, যা এখন আর সম্ভব নয়।