আর্কাইভ
লগইন
হোম
আমিনুল ইসলাম বুলবুল
আমরা ৬ জুয়াড়িকে ধরতে পেরেছি: বিসিবি সভাপতি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ক্রিকেটে বেটিং রোধে কঠোর অবস্থান নিয়েছে। বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এই অভিযান চালাতে গিয়ে প্রাণনাশের হুমকিও আছে তাদের। ইউটিউব চ্যানেল ‘চিলি ফ্লেক্স স্টুডিও’র একটি পডকাস্টে অংশ নিয়ে বুলবুল বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ক্রিকেটে বেটিং বন্ধ করা। আমি জানি, এতে আমাদের প্রাণনাশের হুমকি আসতে পারে। প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ৬ জনকে ধরতে পেরেছি। বেটিংয়ের নেটওয়ার্কটা অনেক বড়। কিন্তু আমরা এটাকে যুদ্ধ হিসেবে নিয়েছি- যা হওয়ার হবে।’
3 দিন আগে
বুলবুল বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন
বুলবুল বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন
2025-09-02
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) তিনি বলেছেন, দেশের প্রয়োজনে আরও কাজ করব। বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো।’ গতকাল সোমবার (০১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
বিশ্বখ্যাত এসপেটার হাসপাতালে চিকিৎসা নেবে টাইগাররা
2025-08-20
বিসিবি বাংলাদেশি ক্রিকেটারদের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে চিকিৎসার জন্য খেলোয়াড়দের পাঠাতে গিয়ে ভিসাজনিত জটিলতা আর অনিশ্চয়তায় পড়তে হয়েছে বোর্ডকে। তাই এবার সেই সমস্যা এড়াতে বিসিবির মেডিকেল বিভাগ ক্রিকেটারদের চিকিৎসার জন্য আলাদা ক্যাটাগরিতে ভাগ করার প্রস্তাব দিয়েছে। প্রতিটি ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য নির্দিষ্ট করা হবে চিকিৎসার গন্তব্য দেশ ও হাসপাতাল। গুরুতর চোট বা বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়লে নিয়ম ভেঙে অন্য দেশেও পাঠানো হবে ক্রিকেটারদের। তবে মূল পরিকল্পনায় শীর্ষে থাকছে কাতারের বিশ্বখ্যাত এসপেটার হাসপাতাল, যেটি ফিফার স্বীকৃত মেডিকেল সেন্টার এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গবেষণা কেন্দ্র হিসেবেও পরিচিত। বিগত ২০০৯ সালে ফিফা একে ঘোষণা করে ‘মেডিকেল সেন্টার ফর এক্সিলেন্স’ আর ২০১৪ সালে আইওসি একে স্বীকৃতি দেয় চোট প্রতিরোধ ও ক্রীড়াবিদদের স্বাস্থ্য গবেষণার জন্য।