আর্কাইভ
লগইন
হোম
আমিনুল ইসলাম বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। পরে সভাপতি নির্বাচনেও জয়লাভ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এর পূর্বে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুইজন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। আজ সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়
2 দিন আগে
‘মনে রাখার মতো’ টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল
‘মনে রাখার মতো’ টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি: আমিনুল ইসলাম বুলবুল
2025-05-31
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল শুক্রবার (৩০ মে) জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিজের ভাবনা ও লক্ষ্য। এই দায়িত্ব কতদিনের জন্য তা নির্দিষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর পর্যন্ত। অর্থাৎ বিসিবির পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনিই সভাপতির দায়িত্ব সামলাবেন। স্বল্প সময়ের এই মেয়াদ মাথায় রেখেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।