বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল
সাবেক অধিনায়ক ও তারকা ওপেনার তামিম ইকবাল এবার পা রাখছেন ক্রিকেট প্রশাসনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নিজেই জানান যে, তিনি আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় দলের জার্সিটা গায়ে চড়াননি সেই ২০২৩ সালের পর থেকেই। এরপর চলতি বছরের জানুয়ারিতে তিনি ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না। খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন দেশের ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের একজন ছিলেন তিনি।