আর্কাইভ
লগইন
হোম
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০২, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
22 ঘন্টা আগে
মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটাই হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আজকে দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
এবারই প্রথম ক্রিকেট দেখলো এই রেকর্ড ১৪৮ বছর পরে
22 ঘন্টা আগে
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে। ১৯ উইকেট গিয়ে প্রথম দিন দেখেছে বিরল রেকর্ড। এরপর দ্বিতীয় দিনের শুরুতেও দেখা মিলল এক রেকর্ড, এমন এক রেকর্ড যা শেষ ১৪৮ বছরে দেখা যায়নি আর! ১২৩ রানে ৯ উইকেট নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে বেশি দূর এগোতে পারেনি। ব্রেডন কার্সের বলে নাথান লায়ন আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই। ১৩২ রানে অলআউট হয়েছে অজিরা। এরপর ইংল্যান্ড ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই খুইয়ে বসে জ্যাক ক্রলির উইকেট। প্রথম ইনিংসের মতো এবারও সেই মিচেল স্টার্কের শিকার বনেন ক্রলি। রানের খাতা খোলার আগেই উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। আর তাতেই ইতিহাস গড়া হয়ে যায় পার্থে। প্রথম ইনিংসেও ইংল্যান্ডের একই দশা হয়েছিল। ক্রলি আউট হয়েছিলেন স্টার্কের বলে, সেবারও দলের রানের খাতা খোলা হয়নি।
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের যেসব জেলা
1 দিন আগে
সমগ্র বাংলাদেশকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়। প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।
ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক এমপি সাকিব আল হাসানকে দুদকে তলব
ক্রিকেটার ও মাগুরা-১ এর সাবেক এমপি সাকিব আল হাসানকে দুদকে তলব
2 দিন আগে
বাংলাদেশের শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামী ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন।এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।