আর্কাইভ
লগইন
হোম
কুয়ালালামপুর
মালয়েশিয়ায় রেস্তোরাঁয় অভিযান, ৮৬ বাংলাদেশিসহ আটক ১০১ জন
মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় একটি জনপ্রিয় মধ্যপ্রাচ্যের রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১০১ জন বিদেশি শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। গত মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে পরিচালিত এই অভিযানে পাঁচতলা ভবনের রেস্তোরাঁটি ঘিরে তল্লাশি চালানো হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, রেস্তোরাঁয় বৈধ নথি ও অনুমতিপত্র ছাড়াই বিদেশি শ্রমিক কাজ করছে- এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
2025-12-13
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ গ্রেফতার আরও ১৯৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ গ্রেফতার আরও ১৯৬
2025-09-28
মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে গ্রেফতার করেছে। পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে এই অভিযান পরিচালিত হয়।  প্রায় ৭০০ মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান—রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে হানা দিয়ে প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন।
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
প্রথমবারের মতো মালয়েশিয়ায় ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’
2025-09-17
বিশ্বের সামনে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য আয়োজন- ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’। আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এই মহোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রবেশে কোনো ফি রাখা হয়নি। এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্ভাবন ও প্রবাসী গর্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বহুমাত্রিক প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে অন্তত ৫,০০০ দর্শনার্থী অংশ নেবেন।