আর্কাইভ
লগইন
হোম
কুয়ালালামপুর
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ গ্রেফতার আরও ১৯৬
মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে গ্রেফতার করেছে। পাকিস্তানি খাবারের রেস্তোরাঁ ও আশপাশের ব্যবসায়িক স্থাপনাগুলো ঘিরে এই অভিযান পরিচালিত হয়।  প্রায় ৭০০ মিটার দীর্ঘ এলাকায় অবস্থিত ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান—রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে হানা দিয়ে প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৮ দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন।
2025-09-28
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন
2025-06-30
বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা দিবে। আজ সোমবার (৩০ জুন) থেকে এ সেবা দেওয়ার কথা জানিয়েছে হাইকমিশন। গত শনিবার (২৮ জুন) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী উৎসব
মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে হাইকমিশনের ঈদ পুনর্মিলনী উৎসব
2025-06-22
শ্রমজীবী প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব এর আয়োজন করে মালয়েশিয়ায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। গতকাল শনিবার (২১ জুন) মালয়েশিয়ার মনোরম পাহাং প্রদেশ এর কুয়ান্তানে একটি মিলনায়তনে প্রবাসী কর্মীদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমজীবী প্রবাসীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার মোঃ শামীম আহসান। দূতাবাসের অন‍্যান‍্য কর্মকর্তা ও কর্মচারীসহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ফার্ম মালিকদের প্রতিনিধি সাইফুল আমিরুল মোহাম্মদ বিন গাজালী, মালয়েশিয়ায় সফল বাংলাদেশী উদ্যোক্তা ও ব্যবসায়ী অলি ইসলাম, মালয়েশিয়াস্থ অগ্রণী রেমিটেন্স হাউজ, ন‍্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার এবং সিবিএল মানি ট্রান্সফার-এর প্রতিনিধিগণ।
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
2025-06-16
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ৬টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়াও আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও। গতকাল রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানান, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন।