আর্কাইভ
লগইন
হোম
ইংল্যান্ড
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি। এরইমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে ৮টি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ম্যাচ সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে-০৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ০৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। 
2026-01-12
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম: স্বরাষ্ট্র উপদেষ্টা
2025-10-25
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে ৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটি খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা আসবেন। তারা তদন্ত করে কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন। আজ শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।