আর্কাইভ
লগইন
হোম
সভাপতি
সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর, সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ
সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্য ডেইলি স্টার সেন্টারে সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় নিউ এজের সম্পাদক নুরুল কবীর সভাপতি এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরিষদের সংবিধান অনুযায়ী নতুন কমিটির মেয়াদ দুই বছর। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
4 দিন আগে
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন কাজী সালাহউদ্দিন
2025-10-14
দেশের ক্রীড়াঙ্গনে ফ‍্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ০৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন। কিন্তু হালে পানি পাননি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত‍্যাহার করেছে। ‘এইতো আপার কাছ থেকে আসলাম’। ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’- এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। আর সালাহউদ্দিনের এই ‘আপা’ অন্য কেউ নন, খোদ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত ২০০৮ সালের শেষ দিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পর পর্যন্ত গদি দখলে রেখেছিলেন সালাহউদ্দিন। শুধু শেখ হাসিনাই নয়, সালাহউদ্দিনের দহরম মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয় প্রশ্রয়েই ফুটবলাঙ্গণ তথা ক্রীড়াঙ্গণে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাহউদ্দিন। গত বছর ০৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজ-খবর রাখতেন সালাহউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলের এই দুর্নীতিবাজ সম্রাট।
দেশে বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন সভাপতি বুলবুল
দেশে বিভাগীয় পর্যায়ে ‘মিনি বিসিবি’ চালুর ঘোষণা দিলেন সভাপতি বুলবুল
2025-10-09
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন। নির্বাচিত হওয়ার পর পরই কাজে নেমে পড়েছেন এই সাবেক ক্রিকেটার। দেশের ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ- এমনটাই বললেন নবনির্বাচিত বিসিবি সভাপতি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। একটা টিম তখনই ভালো খেলে, যখন অর্গানাইজিং টিমটা ভালো থাকে। ’ তিনি আরও বলেন, ‘রাজশাহী ও রংপুর মিলে একটা বিভাগ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। এই ৬ টা বিভাগ নিয়ে আমরা কাজ করছি। এই ৬ টা বিভাগে ৬ টা ছোট বিসিবির অফিস থাকবে। তার কাজ হবে জেলার কোচ যারা আছে তাদের মনিটর করা, তাদের কাজ ফলো করা, ইভেন্ট চালানো। এগুলো যখন চালু হবে তখন দেশব্যাপী ক্রিকেট চালু হয়ে যাবে।’