আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
দ্য নিউজ ডেস্ক
April 02, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
5 ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকার কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে আজ রোববার (২৭ জুলাই)কে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই বিরতি কার্যকর হবে গাজার যেসব এলাকায় আইডিএফ বর্তমানে সক্রিয় নয়, বিশেষ করে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট কিছু অংশে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনই এই বিরতি চলবে। আইডিএফ বলছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ‘নিরাপদ পথ’ খোলা থাকবে, যেন জাতিসংঘ ও অন্যান্য সংস্থা খাদ্য ও ওষুধ গাজায় পৌঁছে দিতে পারে।
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতে নিহত ৩২
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতে নিহত ৩২
1 দিন আগে
থাইল্যান্ডের সাথে চলমান সীমান্ত বিরোধের ফলে আরও ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কম্বোডিয়ার কর্মকর্তারা, যার ফলে উভয় পক্ষের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুইটির মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াটা সাংবাদিকদের বলেন, ৭ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এর পূর্বে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে ১৩ জন বেসামরিক নাগরিক (যার মধ্যে শিশুও রয়েছে) এবং ৬ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া কম্বোডিয়ার হামলায় ২৯ জন থাই সেনা এবং ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।