ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ এসেছে: পাকিস্তান
মাত্র চারদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে গেছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দীর্ঘ আলোচনা’র পর এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে—যেখানে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ মধ্যস্থতা করেছে।
এর ফলে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতির প্রস্তাব কোন পক্ষ দিয়েছেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এমন আবহে পাকিস্তান সেনাবাহিনীর দাবি, যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে।
ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনিয়ানুল মারসুস’ অভিযানের বিস্তারিত তথ্য জানাতে গতকাল রোববার (১১ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।