আর্কাইভ
লগইন
হোম
যুদ্ধবিরতি
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১১৬, অনাহারে প্রাণ গেল ৩৫ দিনের শিশুর
ইসরায়েলের ত্রাণ সরবরাহের ওপর অবরোধের মধ্যে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু অপুষ্টিতে মারা গেছে গাজায় গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন নাম না জানা শিশুটি ছিল গতকাল শনিবার (১৯ জুলাই) হাসপাতালে অপুষ্টিতে মৃত দুইজনের একজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালগুলোর জরুরি বিভাগে অধিক সংখ্যক অনাহারী মানুষের ভিড় দেখা যাচ্ছে। কর্মকর্তারা জানাচ্ছেন, গাজায় ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। গতকাল শনিবার (১৯ জুলাই) ভোর থেকে চালানো হামলায় পর্যন্ত গাজা জুড়ে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন” পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর সামনে খাদ্যের সন্ধানে আসার সময় গুলিবিদ্ধ হয়ে।
2025-07-20
যুদ্ধবিরতি শুরু: ইরান
যুদ্ধবিরতি শুরু: ইরান
2025-06-24
ইসরায়েলি ভূখণ্ডে একাধিক দফার হামলার পর ইরানি প্রেস টিভি জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরানের প্রেস টিভি সূত্রে এই খবর জানিয়েছে আল জাজিরা। এর পূর্বে ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বা ইসরায়েল কোনো দেশই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি কার্যকর হবে ৬ ঘণ্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে। আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে। তিনি আরও জানান, ১২ ঘণ্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা পূর্ণ হলে ‘১২ দিনের যুদ্ধে’র আনুষ্ঠানিক সমাপ্তি সারাবিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপে দুই পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে।
ইরান-ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
ইরান-ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
2025-06-24
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন। তবে ইরান বা ইসরায়েল কোনো দেশই যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেনি। খবর আল জাজিরার। সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি কার্যকর হবে ৬ ঘণ্টার মধ্যে, যখন ইসরায়েল ও ইরান তাদের চলমান অভিযান শেষ করবে। আনুষ্ঠানিকভাবে প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে। তিনি আরও জানান, ১২ ঘণ্টা পার হলে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি শুরু করবে। ২৪ ঘণ্টা পূর্ণ হলে ‘১২ দিনের যুদ্ধে’র আনুষ্ঠানিক সমাপ্তি সারাবিশ্বের পক্ষ থেকে স্বীকৃতি পাবে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপে দুই পক্ষ শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল আচরণ করবে।
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে: নেতানিয়াহু
2025-06-17
ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায়। এজন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এমন দাবির মধ্যেই জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে। গতকাল সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে হত্যা চেষ্টার ব্যাপারে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন নেতানিয়াহু।