ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা ৫০,৪০০ ছাড়িয়ে গেছে। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে। এরপর থেকে ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (০১ এপ্রিল) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এই তথ্য জানায়।