গাজায় বোমাহামলা চলছেই, নিহত আরও ৬০
ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। গতকাল সোমবার (০৭ এপ্রিল) ভোর থেকে শুরু করে এ পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন এবং ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ৪ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এরমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন এবং তারা এমন দেশগুলোর বিষয়ে আলোচনা করেছেন, যারা গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিতে রাজি হতে পারে।