আর্কাইভ
লগইন
হোম
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ০৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক
আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক
8 ঘন্টা আগে
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে খেলতে নিষিদ্ধ করা হয়েছে। টানা দুই মৌসুমে নিলামে কেনা হওয়ার পরও তিনি সরে দাঁড়ানোয় এই শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর পর্যাপ্ত কারণ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ালে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। হ্যারি ব্রুক সেই নিয়মে পড়েছেন। হ্যারি ব্রুক প্রথম আইপিএল খেলেন ২০২৩ সালে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে ১৩.২৫ কোটি রুপিতে দলে নেয়। তিনি ১১ ম্যাচে ১৯০ রান করেন এবং একটি সেঞ্চুরি করেন। তবে ধারাবাহিক হতে পারেননি এবং বেশ কয়েক ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। মৌসুম শেষে হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়।
শীতে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
শীতে বিপর্যস্ত উত্তরের জেলা পঞ্চগড়, পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
11 ঘন্টা আগে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা ৫ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই জেলার মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়েছে। রাস্তাঘাট, বাড়ির সামনে, চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুর ভোরের হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে-ঘাটে বের হতে হিমশিম খেতে হচ্ছে। ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও এতে তেমন উষ্ণতা মেলেনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল কাঠমিস্ত্রির
13 ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে খলিল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, রোগীকে অচেতন অবস্থায় আনা হয়। মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্তমিশ্রিত বমি করছিলেন, যা মারাত্মক ইনজুরির লক্ষণ। পরিচয় নিশ্চিতের পর আমরা তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তার আগেই তিনি মারা যান।
বাংলাদেশের ৭ ক্রিকেটার আইপিএল নিলামে
বাংলাদেশের ৭ ক্রিকেটার আইপিএল নিলামে
1 দিন আগে
সামনের আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে ছাঁটাই পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে।