আর্কাইভ
লগইন
হোম
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
দ্য নিউজ ডেস্ক
September 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
5 ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো হোন্ডা-গুন্ডা রাজনীতি আর চলবে না। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এই দিন আমরা ০৫ আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা। কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) এনসিপির উঠানে নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই।
সাবিনা খাতুন ভুটান নারী লিগের সর্বোচ্চ গোলদাতা
সাবিনা খাতুন ভুটান নারী লিগের সর্বোচ্চ গোলদাতা
1 দিন আগে
সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় দেশে আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। একের পর এক গোল করে ভুটান নারী লিগের প্রথমার্ধ শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। চলতি মৌসুমে ভুটানের পারো এফসির হয়ে ৯ ম্যাচে করেছেন ২৬ গোল। এরমধ্যে রয়েছে একাধিক হ্যাটট্রিকও। শুধু ক্লাবের সেরা গোলদাতা নন, লিগের সামগ্রিক তালিকাতেও এখন পর্যন্ত তার সমকক্ষ কেউ নেই। পারো এফসির জার্সিতে সাবিনার পরেই আছেন আরেক বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া, তার গোল সংখ্যা ২১। এরপর আছেন ঋতুপর্ণা চাকমা (১৫) ও মনিকা চাকমা (১১)। এই চার বাংলাদেশি ফুটবলার মিলে করেছেন মোট ৭৩ গোল। পারোর হয়ে অন্য কোনো খেলোয়াড় এখনো দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
ভ্রমণকারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ঘোষণা
ভ্রমণকারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশনের নতুন ঘোষণা
1 দিন আগে
১ থেকে ৩০ দিন পর্যন্ত অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত। ৩১ থেকে ৬০ দিন পর্যন্ত অবস্থান করলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন পর্যন্ত অবস্থান করলে ২ হাজার রিঙ্গিত জরিমানা। ৯০ দিনের বেশি অবস্থান করলে তদন্তপত্র খোলা হবে। মন্ত্রী জানান, এই পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র একদিনে নামিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।