চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ভারতের নদীতে ভাসছিল
চাঁপাইনবাবগঞ্জ জেলার বাখেরআলী সীমান্তের ওপারে তোশিকুর ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহতের পরিবারের দাবি, ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) গুলি করে হত্যার পর তোশিকুরের লাশ নদীতে ফেলে দিয়েছে।
ভারতের ভেতরে প্রায় ৮ কিলোমিটার দূরে ভাগীরথী নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি বিএসএফ স্বীকার করেনি বলে জানিয়েছে বিজিবি।