আর্কাইভ
লগইন
হোম
অধিনায়ক
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, তাদের পর্যালোচনায় সব নথি দেখা হয়েছে এবং কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তারা বলেছে, আরও কিছু বিষয় তদন্তে আছে। এরমধ্যে রয়েছে সাবেক জাতীয় অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগও। বিসিবি জানায়, গত সেপ্টেম্বরের ১৭ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঠানো চিঠি আসে এমন সময়, যখন বোর্ড নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ঐসময় বিভিন্ন বিভাগ শুধু প্রয়োজনীয় কাজই করতে পারছিল। নির্বাচনের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো সব নথি পরীক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’
3 দিন আগে
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
আইসিসি পাকিস্তানকে হতাশ করলো, ম্যাচ বর্জন করবেন সালমানরা?
2025-09-16
ভারতীয় ক্রিকেটারদের করমর্দন না করার পর হুমকি ছুঁড়েছিল পাকিস্তান। ক্ষোভ জানিয়ে দারস্ত হয়েছিল আইসিসির। পিসিবি চাইছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা  শুনিয়েছে পাকিস্তানের বিপক্ষ মত। এনডিটিভিসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে আইসিসি বর্জন করছে না। ভারতের পক্ষে কাজ করার যে অভিযোগ পিসিবি তুলেছিল, সেটা অমূলক বলে জানিয়েছে আইসিসি। ফলে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচের রেফারির দায়িত্বে তিনিই থাকছেন। এই ম্যাচ দুবাইয়ে আগামিকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাইক্রফটের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগ মূলত ভারতীয় ক্রিকেটারদের কারণেই।
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: পাকিস্তান ক্রিকেট বোর্ড
2025-09-15
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ হয় না এই দুইদলের মধ্যে, তাই বৈশ্বিক আসরগুলোতে এই লড়াই ঘিরে ভক্তদের আগ্রহ থাকে আকাশচুম্বী। তবে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ ‘এ’ ম্যাচ শেষে এমন এক ঘটনা ঘটলো, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গতকাল গ্রুপপর্বের ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয়রা দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয়। কিন্তু ম্যাচ শেষে ঘটে এক অস্বাভাবিক দৃশ্য। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা হাত মেলাতে এগিয়ে গেলেও ভারতীয় ক্রিকেটাররা কোনো ধরনের সৌহার্দ্য প্রকাশ না করে দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। ভারতের এই সিদ্ধান্ত ছিল প্রতীকী প্রতিবাদ। এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের ভূমিকার প্রতিবাদ জানাতে এভাবে ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক এড়িয়ে যান ভারতীয় খেলোয়াড়রা। শুধু পাকিস্তানি খেলোয়াড়রাই নন, ভারতীয়দের এই সিদ্ধান্তে উপেক্ষিত হন ম্যাচ কর্মকর্তারাও। টিম ইন্ডিয়া মাঠ ছাড়ার আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট হ্যান্ডশেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা তাড়াহুড়োয় তাকেও উপেক্ষা করেন।
এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই ৩ ছক্কা হাঁকালেন
এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই ৩ ছক্কা হাঁকালেন
2025-09-14
সাব্বির রহমান এনসিএলের প্রথম দিনেই জ্বলে উঠলেন। দেখালেন পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা এখনও একটু কমে যায়নি তার। এক ওভারেই হাঁকিয়েছেন ৩টি ছক্কা। তাতে বৃষ্টিবিঘ্নিত এনসিএলের প্রথমদিনে পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তিনি। এবারের এনসিএলে রাজশাহীর হয়ে খেলছেন সাব্বির। সেই রাজশাহীর আজ ম্যাচ ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে। তবে প্রথমদিনেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন।