আর্কাইভ
লগইন
হোম
অধিনায়ক
নাসির-ইমাদের নিয়ন্ত্রিত বোলিং, সাব্বির-শামীমের ব্যাটে ঢাকার জয়
রাজশাহী ওয়ারিয়র্স-এর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে মাঝারি সংগ্রহে আটকে রেখে শেষ পর্যন্ত চাপের মধ্যেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমের আঁটসাঁট স্পেল ও নাসির হোসেনের স্পিনে ভর করে রাজশাহী থামে ১৩২ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার বিপদে পড়লেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংস শুরু থেকেই ধাক্কায় পড়ে। শুরুতেই প্রথম বলেই সাহিবজাদা ফারহান আউট হলে চাপে পড়ে দলটি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা বাজে সময় কাটানোর চেষ্টা করেন। তবে নাসির হোসেনের অফ স্পিনে আক্রমণাত্মক হতে গিয়ে তানজিদ ১৫ বলে ২০ রান করে ক্যাচ দেন।
3 দিন আগে
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
2025-11-16
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, তাদের পর্যালোচনায় সব নথি দেখা হয়েছে এবং কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তারা বলেছে, আরও কিছু বিষয় তদন্তে আছে। এরমধ্যে রয়েছে সাবেক জাতীয় অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগও। বিসিবি জানায়, গত সেপ্টেম্বরের ১৭ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঠানো চিঠি আসে এমন সময়, যখন বোর্ড নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ঐসময় বিভিন্ন বিভাগ শুধু প্রয়োজনীয় কাজই করতে পারছিল। নির্বাচনের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো সব নথি পরীক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য ও ট্রাক জব্দ
2025-10-19
হবিগঞ্জে পিকআপসহ প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পণ্য জব্দ করে। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ও ট্রাক নিয়মানুযায়ী সিজার তালিকা করে জেলা কাস্টমস কর্তৃপক্ষের বরাবরে জমা করা হয়েছে। জব্দকৃত বাকি মাল কাস্টমস অফিসে জমার কার্যক্রম চলছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গত শুক্রবার (১৭ অক্টোবর) মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময়ে সন্দেহজনক একটি ট্রাক (ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশী করে মালিকবিহীন ও কোনো প্রকার বৈধ কাগজপত্র ও মালামালের চালান কপি ব্যতীত ট্রাকের ভিতরে অভিনব কায়দায় মাছের খাবারের বস্তা ও সারের বস্তায় আড়ালে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া ১ কোটি টাকা।