আর্কাইভ
লগইন
হোম
অধিনায়ক
বিছনাকান্দি সীমান্ত থেকে বিজিবির হাতে আটক ভারতীয় গরু-মহিষের বড় চালান
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার (০৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচুকি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় অবৈধ গরু জব্দ করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপি টহলদল পৃথক অভিযানে ৩২টি এবং অপর একটি এলাকায় আরও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ আটক করে।
12 ঘন্টা আগে
এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই ৩ ছক্কা হাঁকালেন
এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই ৩ ছক্কা হাঁকালেন
2025-09-14
সাব্বির রহমান এনসিএলের প্রথম দিনেই জ্বলে উঠলেন। দেখালেন পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা এখনও একটু কমে যায়নি তার। এক ওভারেই হাঁকিয়েছেন ৩টি ছক্কা। তাতে বৃষ্টিবিঘ্নিত এনসিএলের প্রথমদিনে পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তিনি। এবারের এনসিএলে রাজশাহীর হয়ে খেলছেন সাব্বির। সেই রাজশাহীর আজ ম্যাচ ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে। তবে প্রথমদিনেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন।
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
দীর্ঘ ১৭ মাস নিখোঁজ থাকা জাকিরকে ফেরত দিল বিএসএফ
2025-09-08
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিখোঁজ হওয়ার ১৭ মাস পর জাকির নামে এক বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাকে হস্তান্তর করা হয়। জাকির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলির ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, জাকির মানসিক ভারসাম্যহীন। তিনি ১৭ মাস আগে নিখোঁজ হন। গত ০৫ সেপ্টেম্বর ভারতের বৈষ্ণবপুর পুলিশ ফাঁড়ি ও বিজিবির মাধ্যমে জানা যায়, তিনি সেখানে (ভারতে) আটক আছেন। পরে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ‘পুশইন’
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ‘পুশইন’
2025-09-03
মৌলভীবাজার জেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৭ রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরিককে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে তাদের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা-বাগান এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসএফ কর্তৃক বাংলাদেশে প্রবেশ করানো মোট ১৮ জনকে সীমান্তের অভ্যন্তর থেকে আটক করা হয়েছে। পরিচয় শনাক্ত শেষে আইনানুগ ব্যবস্থার জন্য তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।