আর্কাইভ
লগইন
হোম
চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন!
চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন!
দ্য নিউজ ডেস্ক
October 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বলিউড ভাইজান সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পাকিস্তানের!
বলিউড ভাইজান সালমান খানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা পাকিস্তানের!
3 ঘন্টা আগে
পাকিস্তানের প্রদেশ বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করেছিলেন বলিউড ভাইজান সালমান খান। ইচ্ছাকৃত ভুল, না কি অজান্তেই এমনটি বলেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই বেফাঁস মন্তব্যের জন্য এবার পাকিস্তানি সরকারের নিশানায় এই অভিনেতা। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমান। সেখানে ভারতীয় সিনেমার উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বালোচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। এই মন্তব্যের জন্য এবার সালমানকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিল পাকিস্তান সরকার। এমনকি, বলিউড তারকাকে নিষিদ্ধ ঘোষণাও করেছে তারা।
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
6 ঘন্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বিরোধীরা। রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে উৎসাহিত করছে ইহুদি ধর্মগুরুরাও। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণস্বাক্ষর করছেন বিভিন্ন শহরের র‍্যাবাইরা। মূলতঃ, দেশটিতে এই বছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী। আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি। গাজায় ইসলাইলি গণহত্যার তুমুল সমালোচক হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। 
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
1 দিন আগে
ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার। প্রথমজন- ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’ অন্যদিকে, আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’