আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭৩ জন নিহত
ইসরায়েলের হামলায় গাজায় আরও ৭৩ জন নিহত
দ্য নিউজ ডেস্ক
August 13, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩
12 ঘন্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৪৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক চালকের
উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক চালকের
18 ঘন্টা আগে
উত্তরায় সড়ক দুর্ঘটনায় ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক বাইক চালকের প্রাণ গেছে। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, উত্তরা জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের কাছে পিকআপ ভ্যান, সিএনজি ও বাইকের সংঘর্ষ হয়। এতে বাইক চালক হৃদয় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। হৃদয়কে হাসপাতালে নেওয়া রাজিব হোসেন বলেন, ভোরে তিনি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে জসিম উদ্দিন রোডে যান। তখন দেখতে পান ফ্লাইওভারের কাছে পিকআপ, সিএনজি সড়ক বিভাজকের ওপর উঠে আছে। তিনি বলেন, বাইক চালক আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। তখন একটি সিএনজিতে করে ঐ যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজায় গর্ভবতী নারী-শিশুসহ ৫৯ জনকে হত্যা, প্রকট হয়ে উঠেছে দুর্ভিক্ষ
গাজায় গর্ভবতী নারী-শিশুসহ ৫৯ জনকে হত্যা, প্রকট হয়ে উঠেছে দুর্ভিক্ষ
19 ঘন্টা আগে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় রক্ত ঝরছে প্রতিদিনই। সর্বশেষ দখলদারদের বোমায় সোমবারেই প্রাণ গেছে অন্তত ৫৯ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে রয়েছেন এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশু। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি সেনারা শাতি শরণার্থী শিবিরের কাছে ব্যাপক অভিযান চালায়। সেখানে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুকে হত্যা করা হয়েছে। একই হামলায় আরও এক শিশুও প্রাণ হারিয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা ও আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, গাজার দক্ষিণাংশে জায়তুন ও সাবরা এলাকায়ও ভয়াবহ বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত এক মাস ধরে চলা অভিযানে এ পর্যন্ত এক হাজারেরও বেশি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সেনারা। দিনের শুরুতেই নাসের স্ট্রিটের ব্যস্ত বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল জাজিরার সাংবাদিক মোয়াথ আল-খালুত জানান, বাজারে হঠাৎ বিমান হামলায় ৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। তিনি বলেন, মানুষ জানে না কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে। শহরের প্রতিটি কোণায়ই হামলা চলছে।