আর্কাইভ
লগইন
হোম
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় গাজায় ২৫ ফিলিস্তিনি নিহত
ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেও থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা গাজাতে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) ভোর থেকে চলা বিমান হামলায় অন্তঃত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তঃত ৭৭ জন। গাজা সিটি ও খান ইউনিসসহ বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের সমর্থনে কার্যকর যুদ্ধবিরতির পরও গত সাড়ে ৫ সপ্তাহে গাজায় অন্তঃত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
2 ঘন্টা আগে
 গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৩
2025-09-04
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে একদিনে আরও ৭৩ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছে ৪৩ জন। হামাসের দাবি, ইসরায়েল পুরো পরিবারকে টার্গেট করে নির্বিচারে হত্যা করছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) গাজা সিটি ও আশপাশের এলাকায় ইসরায়েলি সেনারা তীব্র হামলা চালায়। এতে নিহত হয় ৭৩ জন। এই ঘটনায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস, যা পরিস্থিতিকে তারা ‌‌গণহত্যা' বলে আখ্যায়িত করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে জানান, আমার ভাইকে তার ঘরেই হত্যা করেছে। স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ বেঁচে নেই।' শেখ রাদওয়ান এলাকায় আশ্রয়কেন্দ্রে থাকা মানুষজনও এ হামলার শিকার হন। একটি স্কুলের তাঁবুতে গ্রেনেড হামলার ফলে আগুন ধরে যায়।
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৮৬
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৮৬
2025-08-26
ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। গত রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে আহত হয়েছেন আরও ৪৯২ জন। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতের দিকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির। মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায়। বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে সেনাদের এলোপাতাড়ি গুলিতে। বিবৃতিতে আরও বলা হয়, 'সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ৮৬ জনের মরদেহ ও ৪৯২ জন আহতকে আনা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন, কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় উদ্ধার সম্ভব হচ্ছে না।