আর্কাইভ
লগইন
হোম
দুর্ভিক্ষ
ইসরাইলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬৯ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও ৩৬২ জন। এর মধ্যদিয়ে বিগত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক অভিযানে কমপক্ষে ৬১ হাজার ৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা আনাদোলুর। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৬৯টি মৃতদেহ, যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা একজনও রয়েছে, হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ৩৬২ জন আহত হয়েছে। যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা ১,৫৩,৫৭৫ জনে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স টিম পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।’
6 ঘন্টা আগে