আর্কাইভ
লগইন
হোম
ডেনমার্কে বাংলাদেশিদের কারণেই চরমসংকটে দেশি শিক্ষার্থীরা
ডেনমার্কে বাংলাদেশিদের কারণেই চরমসংকটে দেশি শিক্ষার্থীরা
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ০৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
10 ঘন্টা আগে
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
বাংলাদেশে খেলতে রাজি নয় মিয়ানমার, আফগানিস্তানও আসছে না
1 দিন আগে
আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ। একই ভেন্যুতে মিয়ানমারের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ আয়োজনের কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে আফগানিস্তানও ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে আগামী ১৩ নভেম্বর নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল হয়ে গেছে। তবে বিকল্প প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্ধারিত তারিখেই নেপালের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
1 দিন আগে
বলিউডের ‘পার্টনার’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন অনেকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান এবং গোবিন্দের অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে একটি। সেটে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে দিন কয়েক আগে এই সিনেমার অভিনেত্রী দীপশিখা নাগপাল ক্যারিয়ারের একেবারে ভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও দুই অভিনেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা বেশ গুরুত্ব নিয়ে বলেছেন এক সাক্ষাৎকারে। তখন থেকেই চর্চায় ছিলেন সালমান ও গোবিন্দ। তবে ‘পার্টনার’ ভক্তদের জন্য আরও আনন্দের কারণ তৈরি হচ্ছে। সালমান খান এবং গোবিন্দ ১৮ বছর পর শিগগিরই আবারও পর্দায় দেখা করতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এই দুই তারকা সত্যিই একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি বলেছে, ‘সালমান খান এবং গোবিন্দ একটি প্রকল্পের জন্য একসঙ্গে আসছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও এর নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ভক্তরা অবশ্যই এই আইকনিক জুটির একটি দুর্দান্ত পুনর্মিলন আশা করতে পারেন।’
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরলেন
1 দিন আগে
লিবিয়া থেকে স্বেচ্ছায় ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে করে তারা দেশে আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে আগ্রহী ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট যোগে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।