আর্কাইভ
লগইন
হোম
দূতাবাস
বাংলাদেশিদের শ্রীলঙ্কা ভ্রমণে নতুন নিয়ম, ১৫ অক্টোবর থেকে কার্যকর
শুধুুমাত্র বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকলেও সেটির পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করা বাধ্যতামূলক করেছে সে দেশের সরকার। আগামী ১৫ অক্টোবর (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে বাংলাদেশের সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে।
8 ঘন্টা আগে
আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৭  বাংলাদেশি
আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
2025-05-01
আজ বৃহস্পতিবার (০১ মে) লিবিয়া থেকে ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজী থেকে এসকল বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস গতকাল বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিল। অবশিষ্ট ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে ঢাকায় পৌঁছানোর কথা।
টোকিওতে বাংলাদেশ দুতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু
টোকিওতে বাংলাদেশ দুতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু
2025-04-26
প্রবাসীদের বহু প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা অবশেষে উদ্ভোধন করা হয়েছে। গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। দূতাবাস অডিটোরিয়ামে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, ই-পাসপোর্ট সেবা চালু হলে জাপান থেকে ভ্রমণ ও ইমিগ্রেশন আরও সহজ হবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশে সময়মতো পাসপোর্ট পাওয়া নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, সরকার তার সমাধান করেছে। এখন থেকে স্বল্প সময়ের মধ্যেই প্রবাসীরা এই ই-পাসপোর্ট হাতে পাবেন।